জামাল-ছেত্রীদের ওয়ার্ম আপও বাইরে

এএফসি ফিফার নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন সফরকারী দল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারবে৷ কাতারে চলমান বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অবশ্য এই নিয়ম মানা হচ্ছে না। কাতারে যাওয়া গ্রুপের চার দলের কেউই ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি। কাতার নিজেরাও করেনি। করোনা সতর্কতার জন্য স্বাগতিকদের এই নিয়ম অবশ্য অংশগ্রহণকারী দেশগুলো মেনে নিয়েছে।
গতকাল ঘটেছে অবাক করার কাণ্ড। জসিম বিন হামাদে অনুষ্ঠিত দুই ম্যাচের আগে কোনো দলই ভেন্যুর মাঠে ওয়ার্ম আপের সুযোগ পায়নি। স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে আউটার স্টেডিয়ামে ওয়ার্ম সেরেছেন জামাল ছেত্রীরা। বাংলাদেশ ও ভারত উভয় দলের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কাতার বাদে অন্য চার দেশ (বাংলাদেশ, আফগানিস্তান, ভারত ও ওমান) ম্যাচ ভেন্যুতেই ওয়ার্ম আপের অনুরোধ করেছিল। কিন্তু স্বাগতিক কাতার সেই অনুরোধ রাখতে পারেনি।
তাদের যুক্তি, একই দিন দুই ম্যাচ পরপর মাঠের উপর চাপ কমাতেই ওয়ার্ম আপ করতে দেয়া হচ্ছে না। জসিম বিন হামিদ স্টেডিয়ামেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ই গ্রুপের অবশিষ্ট ম্যাচগুলো হবে।
এজেড/এনইউ