দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক

নারী বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ নারী দল। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে এই আসরের পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই র্যাংকিংয়েও সেটার প্রভাব পড়েছে।
অবনতি হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তিনি। আগের অবস্থানের চেয়ে ২ ধাপ পিছিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এক ধাপ অবনতি হয়েছে শারমিন আক্তার সুপ্তার। বাংলাদেশের এই ব্যাটার ৫৫৫ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন। তবে উন্নতি হয়েছে লেগ স্পিনার রাবেয়া খানের। ২১ নম্বরে রয়েছেন তিনি।
বোলারদেরর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন নাহিদা আক্তার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তিনি।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট। এক ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন ইংলিশ তারকা ন্যাট সিভার ব্রান্ট। তাকে জায়গা দিতে এক ধাপ পিছিয়ে পড়েছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা।
এইচজেএস