বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে সামিতের বার্তা

বেশ অনেকটা দিন ধরেই বাংলাদেশের ফুটবল ভক্তদের নজরে ছিলেন হামজা চৌধুরী এবং সামিত সোম। প্রথমজন বেশ অপেক্ষার পর গত মার্চে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলে গিয়েছেন। বাকি ছিলেন কানাডার লিগে খেলা সামিত সোম। সেটাও হয়ে গেল সম্প্রতি।
অনেকটা দ্রুততার সঙ্গেই বাংলাদেশের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট পেয়ে গিয়েছিলেন সামিত সোম। কানাডার ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত। দরকার ছিল ফিফার ক্লিয়ারেন্স। সেটাও এসে যায় প্রত্যাশিতভাবে। এখন সামিতকে কেবল বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা। সব ঠিক থাকলে জুন মাসের ১০ তারিখেই অভিষেক হতে পারে সামিতের।
এদিকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়ে সামিত স্মরণ করেছেন সেসব ভক্তদের, যাদের আগ্রহের কারণে জোরালো হয়েছে জাতীয় দলে তার খেলার পথ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওবার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারাটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ।’
আরও পড়ুন
আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ। সেই ম্যাচেই সামিতের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী।
জেএ