রোহিতের অবসর, ভারতের টেস্টের নেতৃত্ব পেতে পারেন যে তারকা ব্যাটার

আইপিএলের মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সেখানে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্নই এখন দেশটির ক্রিকেটে।
রোহিত অধিনায়ক থাকার সময় সহ-অধিনায়কের দায়িত্ব ছিল যশপ্রীত বুমরাহের কাঁধে। শেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি টেস্টে নেতৃত্বও দেন তিনি। কিন্তু ইংল্যান্ড সফরে তাকে অধিনায়ক করা নিয়ে সন্দেহ রয়েছে।
অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। বাড়তি ওয়ার্কলোডের কারণে চোটে পড়েন ভারতীয় পেসার। ইংল্যান্ডে তাই বাড়তি ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। বুমরাহকে সব ম্যাচে না খেলানোরই পরিকল্পনা। সেই কারণেই তাকে আপাতত অধিনায়ক না করার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন শুভমান গিল। ভারতীয় দলের আগামী দিনের অধিনায়ক ভাবা হচ্ছে তাকে। ওয়ানডে ক্রিকেটে তিনিই ছিলেন রোহিতের ডেপুটি। টেস্টে শুভমান খেলতেন তিন নম্বরে। রোহিত অবসর নেওয়ায় এখন ওপেনিংয়ে একজনের জায়গা ফাঁকা হয়েছে। সেই জায়গা ফিরিয়ে দেওয়া হতে পারে গিলকে। ২৫ বছর বয়সী এই ব্যাটারকে অধিনায়ক করলে আগামী ৮-১০ বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারে বোর্ড। ভবিষ্যতের কথা ভেবে তাই শুভমানকে দায়িত্ব দিতে পারে তারা।
এবারের আইপিএলে ফর্মে রয়েছেন শুভমান। ১১ ম্যাচে ৫০০-র ওপরে রান করেছেন। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে শুভমানের। গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে আইপিএল জেতানোর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছিল বোর্ড। তাই শুভমানকে টেস্ট অধিনায়ক করার ক্ষেত্রেও আইপিএলের অভিজ্ঞতাকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই।
এখনও পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন শুভমান। ১৮৯৩ রান করেছেন। টেস্টে পাঁচটি শতরানও করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি ম্যাচ খেলা শুভমান ব্যাটার হিসেবেও যথেষ্ট অভিজ্ঞ। বাড়তি দায়িত্ব সামলানোর ক্ষমতা যে রয়েছে, সেটা আইপিএলে প্রমাণিত। ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করার দক্ষতা রয়েছে তার। তরুণ শুভমানের কাঁধেই তাই দায়িত্ব দিতে পারে বোর্ড।
টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক জায়গায় ঋষভ পান্ত এবং লোকেশ রাহুলের নামও শোনা যাচ্ছে। কিন্তু পান্ত একেবারেই ফর্মে নেই। এমন একটা সময় তাঁর কাঁধে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার ঝুঁকি নেবে না বোর্ড। রাহুল আইপিএলেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হতে চাইবেন কি না এমন প্রশ্নও থাকছে।
বোর্ডের কাছে শুভমানকে অধিনায়ক করা ছাড়া আর তেমন কোনও বিকল্প নেই। ইংল্যান্ডের মাটিতে তাই শুভমানের নেতৃত্বে ভারতীয় দলকে নামতে দেখলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না।
এফআই