টেস্টে যেসব রেকর্ড গড়ে বিদায় নিলেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ক্রমাগত গুটিয়ে নিচ্ছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। কয়েকদিন ধরে চলা গুঞ্জন থামিয়ে তিনি আজ (সোমবার) সাদা পোশাক তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে শেষ হলো সাবেক এই ভারতীয় অধিনায়কের ১৪ বছরের টেস্ট ক্যারিয়ার। ক্রিকেটভক্তদের জন্য কোহলি কেবল ওয়ানডের দরজাটা খোলা রেখেছেন।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হওয়ার ইঙ্গিতটা তিনি শুরুতেই দিয়ে রেখেছিলেন। গড়েছিলেন বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারও। যদিও কোহলির বিদায়টা এত তাড়াতাড়ি চলে আসবে সেটা হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই ধারণায় ছিল না। লাল বলের ক্রিকেটে ডানহাতি এই ব্যাটার গড়েছেন অসংখ্য রেকর্ড, অধিনায়কত্বেও জমেছে বেশ কিছু কীর্তি।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। সেই বছরই অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে খেলেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। কোহলির গড়া অনেক রেকর্ডের মাঝে উল্লেখযোগ্য কিছু সংখ্যা ফিরে দেখা যাক—
- ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টেস্ট রান করেন কোহলি (২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩)।
- ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০১৯ সালে কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেন।
- ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি করেন কোহলি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনো ভারতীয় ক্রিকেটার এত সংখ্যক সেঞ্চুরি করেননি।
- টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেন কোহলি। অধিনায়ক থাকাবস্থায় টেস্টে মোট রান ৫৮৬৪।
- টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। তার ঝুলিতে আছে ৭টি দ্বিশতক।
আরও পড়ুন
- অধিনায়ক হিসেবেও টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতক করেছেন বিরাট কোহলি। নেতৃত্ব দিতে নেমে টেস্টে তার ৬টি ডাবল সেঞ্চুরি আছে।
- ভারতের টেস্ট দলনেতা হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। তার নেতৃত্বে ভারত মোট ৪০টি টেস্টে জিতেছে। বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি টেস্ট জিতেছেন কেবল তিনজন (গ্রায়েম স্মিথ- ৫৩, রিকি পন্টিং-৪৮ ও স্টিভ স্মিথ- ৪১)
- টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির।
- ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছান বিরাট। ২০১৮ সালে তার অর্জিত ৯৩৭ রেটিং পয়েন্ট টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
- এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় (২০১৮-১৯) টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন তিনি।
- অধিনায়ক হিসেবে একটানা সবচেয়ে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে কোহলির দখলে।
- ভারতীয় ব্যাটারদের মধ্যে কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি করেছেন।
- টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি, তার ওপরে আছেন শচীন টেন্ডুলকার (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৮৮) ও সুনীল গাভাস্কার (১০১২২)। সবমিলিয়ে তার সামনে আছেন ১৮ জন।
এএইচএস