অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন লিটন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সংক্ষিপ্ত সংস্করণ ক্রিকেটের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই এ খবর জানান ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
লিটন অধিনায়কত্ব পাওয়ার পর আজ সোমবার প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘লম্বা সময়ের জন্য সুযোগ পেলে অনেক কিছু চিন্তা করার সু্যোগ থাকে। এখন দেখার বিষয় হলো এই সময়ের মধ্যে আমি দলকে কতটা গুছিয়ে নিতে পারি। আমার জায়গা থেকে আমি অনেক আশাবাদী। লম্বা সময় এবং আমাদের যেসব খেলোয়াড় আছে তাদের নিয়ে আশা করি ভালো কিছু উপহার দিতে পারব।’
লিটন প্রথম সংবাদ সম্মেলনেই জানালেন জয়ই তার একমাত্র লক্ষ্য, ‘এখানে জেদের কিছু নেই। প্রত্যেকটা আন্তর্জাতিক খেলোয়াড়ই চায় পারফর্ম করতে। আর প্রত্যেকটা বাংলাদেশের অধিনায়কই চায় দল জিতুক। আমিও ব্যতিক্রম কিছু নয়। আমি চাই আমার হাত ধরেই বড় কিছু হোক বা আমার অধিনায়কত্বে আমরা সিরিজ জিততে পারি। লক্ষ্য একটাই।’
জাতীয় দলে অভিষেকের পর অনেক অধিনায়ককেই পেয়েছেন লিটন। জাতীয় দলের অধিনায়ক হিসেবে পূর্বের অধিনায়কদের ইতিবাচক দিকগুলোই নিজের মাঝে আনতে চান তিনি, ‘সবারই কিছু গুণ আছে। আমি যেহেতু অনেকদিন খেলেছি আমি চেষ্টা করব বড় ভাইদের (আগের অধিনায়কদের) যেসব গুণ ছিল সেগুলো অ্যাপ্লাই করতে মাঠ এবং মাঠের বাইরে। তাহলে আমি খেলোয়াড়দের আরও কাছে যেতে পারব এবং পারফরম্যান্স আদায় করে নিতে পারব।’
এসএইচ