১০ ব্যাটারই রিটায়ার্ড আউট, কারণ জানালেন কোচ

গত শনিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে বিরল এক কাণ্ড ঘটায় আরব আমিরাত নারী দল। কাতারের বিপক্ষে ম্যাচে তাদের ১০ জন ব্যাটারকেই রিটায়ার্ড আউট করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এমন সিদ্ধান্তের পেছনের গল্প শুনিয়েছেন এবার দলটির প্রধান কোচ আহমেদ রাজা।
আরব আমিরাত নারী দলের স্কোর ১৯২ রানে বিনা উইকেট থেকে নিমিষেই হয়ে যায় ১৯২ রানে ১০ উইকেট। ঝুঁকিটা কাজে লেগেছে তাদের জন্য। কাতারের নারী দল অলআউট হয়েছে মাত্র ২৯ রানে। আর জয় নিয়ে আরব আমিরাতের মেয়েরা নিশ্চিত করেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের সুপার থ্রি।
জিততেই হবে এমন এক সমীকরণের ম্যাচে দুই ওপেনারের ব্যাটে ভর করে ১৬ ওভারে ১৯২ রান চলে গিয়েছিল আরব আমিরাতের মেয়েরা। অধিনায়ক ইশা ওঝা ৫৫ বলে করেছেন ১১৩ রান। আরেক ওপেনার তীর্থ সতিশ করেন ৪২ বলে ৭৪ রান। ম্যাচের এই পর্যায়ে হানা দেয় বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। সঙ্গে আরেকদফা বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়।
ম্যাচ পরিত্যক্ত হতে পারে– এমন শঙ্কায় আরব আমিরাতের মেয়েরা এরপর বের করলেন অভিনব বুদ্ধি। কাতারের মেয়েদের বিপক্ষে ১৯২ রানই ছিল যথেষ্ট। তাই বৃষ্টি থামতেই একে একে ক্রিজে গিয়ে রিটায়ার্ড আউট হয়েছেন আমিরাতের মেয়েরা। যেহেতু টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার সুযোগ নেই, তাই রিটায়ার্ড আউটকেই বেছে নেয় তারা।
এ প্রসঙ্গে কোচ বলেন, 'আমি আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম ডিক্লেয়ার করতে পারি কি না। তারা জানিয়েছিল, সাদা বলের ক্রিকেটে ডিক্লেয়ার করার নিয়ম নেই। তার পর ম্যাচ রেফারির কাছে জানতে চাই, পুরো দলকে রিটায়ার্ড আউট করাতে পারব কি না।'
'কাউকে অসম্মান করতে চাইনি। আমাদের প্রতিপক্ষ দলকে তো নয়ই। তেমন কিছু ভেবে সিদ্ধান্তটা নিইনি। ক্রিকেটের নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম।'-যোগ করেন তিনি।
এইচজেএস