সেঞ্চুরি বঞ্চিত রবিনের প্রশংসায় আকবর

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ২৭ রান। তবে ১৯তম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান। সেই ওভারে ৩ ছক্কায় ২০ রান তোলেন তিনি। ফলে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৭ রানে। শেষ ওভারে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল আকবর আলির দল।
এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। এই ওপেনার ভালো ব্যাটিং করলেও সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশা সঙ্গী করে। তার ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৮৭ রান।
ম্যাচ শেষে রবিনের ইনিংস নিয়ে অধিনায়ক আকবর আলি বলেন, 'চমৎকার আমার মনে হয় দারুণ খেলেছে। আপনি যখন ৩০০ রান টার্গেটে খেলবেন তখন অবশ্যই টপ অর্ডার থেকে একটা বড় রান আশা করা যেতে পারে। রবিনের সাথে কথা হচ্ছিল সে নিজেও জানে সে ১৩০-৪০ করে আসতে পারতো। সে যেভাবে সামলে নিয়েছে দারুণ।'
বড় রান তাড়া করা নিয়ে আকবর বলেন, 'আমরা সহজে ৩০০ রানের উইকেট পাই না। এরকম খেলা খুব কম হয় যেখানে ৩০০ রান হয়। আমার মনে হয় যে একটা ভালো লার্নিং ছিল যে ৩০০ রানের চেঞ্জ করতে হয়। কীভাবে ব্যাটিং করতে হয়, মেসেজটা ক্লিয়ার ছিল। সব ব্যাটসম্যানই সেটা কাজে লাগাতে পেরেছে।'
'আমাদের মধ্যে কথা হচ্ছিল যে অবস্থা ছিল বা তিন ওভারে ৪০ আমরা শুধু ছয় মারার চেষ্টা করছিলাম. ১৮ বল বা ২৪ বল আছে পাঁচটা ছয় মারতে পারি। তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। এটাই আসলে বাউন্ডারি মারার প্ল্যান ছিল প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারির।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস