‘বিশ্বকাপ ম্যাচ জিতে’ মনোযোগ হারাতে চান না ব্রাজিল অধিনায়ক

এবারের কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। শুরুতে এই আসরের স্বাগতিক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথ আয়োজনের কথা ছিল চলতি বছর। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া ও করোনাভাইরাসের কারণে স্বাগতিকের তালিকা থেকে বাদ পড়ে আর্জেন্টিনা।
এরপর এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলকে। কিন্তু এ নিয়ে দেশটির জনগণ তো বটেই, খুশি নন ফুটবলাররাও। তবে আপাতত এ নিয়ে কথা বলতে চান না ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো। তাদের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই পর্বে।
বাংলাদেশ সময় শনিবার সকালে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইকুয়েডরকে হারায় ব্রাজিল। এরপর দলটির অধিনায়ক জানিয়েছেন এই ম্যাচগুলো তাদের কাছে বিশ্বকাপ ম্যাচের মতোই। কোপা আমেরিকার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত প্যারাগুয়ে ম্যাচের পরই জানাবেন বলে জানান তিনি।
ক্যাসেমিরো বলেন, ‘আমরা এখন মনোযোগ হারাতে চাই না। কারণ, আমাদের কাছে এটা বিশ্বকাপ। আজ আমরা একটা বিশ্বকাপ ম্যাচ জিতলাম। ব্যাপারটা নিয়ে আমরা এখন কিছু বলব না, তবে কোপা আমেরিকায় আমাদের অবস্থান সম্পর্কে সবাই জানে।’
অবস্থান পরিস্কার করার ব্যাপারে তিনি বলেন, ‘এটা আরও পরিস্কার করা অসম্ভব। প্যারাগুয়ে ম্যাচের পর আমরা আমাদের মতামত জানাতে চাই। এমন অনেক ব্যাপার আছে যেগুলোকে আমাদের সম্মান জানাতেই হবে। অবশ্যই আমরা আমাদের মতামত দিতে চাই, অনেক কিছুই ঘটেছে, তবে শ্রদ্ধা অটুট আছে।’
এমএইচ