বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
আগামী মাসের প্রথম সপ্তাহে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৬ জুন সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল। অপর ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১ জুন সকাল ৭টায়।
আরও পড়ুন
আর্জেন্টিনা স্কোয়াড-
জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।
Posted by AFA - Selección Argentina on Thursday, May 15, 2025
এইচজেএস