অসাধারণ কিছু করলে সুযোগ পাবে জাতীয় দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে ভালো করে আলোচনায় আসেন অনেক অখ্যাত ক্রিকেটার। এবারের ডিপিএল কেবল শুরু হয়েছে। শেষ হয়েছে মাত্র তিন রাউন্ডের খেলা। এর মধ্যে অনেকেই আলো কেড়েছেন। আব্বাস মুসা, ইমরানুজ্জামরা ব্যাট হাতে সামার্থ্য জানান দিচ্ছেন। তবে জাতীয় দলের ভাবনা এখনই নতুনদের নিয়ে ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, নতুন কাউকে আলোচনায় আসতে হলে অতিরিক্ত ভালো কিছু করতে হবে। আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘নির্বাচনের ব্যাপারটা সবসময় একই, পারফর্ম করবে যারা তাদেরই বিবেচনা করা হবে। এখন এটা যেকোনো ধরনের প্লেয়ার হোক। একদম বাইরে থেকে আসতে হলে তাকে এক্সট্রা অর্ডিনারি করা লাগে। যেমন কেউ আমাদের রাডারে নাই এমন কেউ।’
রাজ্জাক জানান, দুই-এক ম্যাচে পারফর্ম করলেই শুধু হবে না। ব্যাটসম্যান বা বোলার যেই হোক না কেন, তাকে ধারাবাহিক হতে হবে। তবে কেউ জাতীয় দলে উঠে আসার মতো পারফর্ম করলে এতে দেশের ক্রিকেটেরই লাভ দেখছেন রাজ্জাক।
রাজ্জাকের ভাবনা, ‘আসলেই অল্প ম্যাচ হয়েছে। এই কয়েক ম্যাচে কোনো প্লেয়ারকে জাতীয় দলের জন্য বিবেচনা করে ফেললাম, এটা আসলে একটু কঠিন। আর আমার কাছে উইয়ার্ড লাগে ব্যাপারটা। জাতীয় দলের জন্য কাউকে বিবেচনা করবো, জাতীয় দলে সে খেলবে কিন্তু সে দুই, চার, পাঁচ বা ছয়টা ম্যাচের মধ্যে দুই একটা ম্যাচ এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলবে এমন মনে করে নিব আমি এটা ঠিক হবে না।’
সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘আসলে ভালোর কোনো শেষ নাই। এখানে খেলোয়াড়েরা যত ভালো করবে আল্টিমেটলি জাতীয় দলের জন্য ভালো। সুতরাং আমরা আশাই করব আরও ভালো করুক। এতে আমাদের দেশ উপকৃত হবে। প্রিমিয়ার লিগটা হচ্ছে আমাদের অন্যতম বড় একটা আসর। এই আসরে ভালো করলে খেলা যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তেমনই খেলোয়াড়দেরও ভালো করার তাড়না থাকে। তো তারা যদি পারফর্ম করে তবে আমাদের জন্য কাজ সহজ হয়। বাংলাদেশ উপকৃত হয়।’
টিআইএস