মোহামেডান, ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসেল-বোলানিয়া এক কাতারে

মতিঝিল, লন্ডন, ডেভেন্টার, নিউক্যাসেল, মিউনিখ— ২০২৫ সালের ফুটবল একই সূত্রে বাঁধল ফুটবল দুনিয়ার সবাইকে। বাংলাদেশের ফুটবলের চিত্রটা দেখা গেল ইংল্যান্ড, ইতালি, জার্মানি আর নেদারল্যান্ডসের মতো শহরে। ফুটবলের গল্পটা ঠিক কতটা বিচিত্র হওয়া সম্ভব, ২০২৫ সাল দেখিয়েছে সেটাই।
মৌসুমের শেষটা যখন প্রায় ঘনিয়ে এসেছে, তখন একের পর এক রূপকথার গল্প দেখছে ফুটবলের দুনিয়া। কোথাও শিরোপা এসেছে ৫১, ৯৩ কিংবা ২২ বছর পর। আবার কেউ কেউ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শিরোপার দেখা। যে তালিকায় নাম আছে বাংলাদেশের ক্লাব মোহামেডানের নামটাও।
নিজের দেশের গল্পটাই করা যায় সবার আগে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল দুই নামের একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সত্তর কিংবা আশির দশকের মোহামেডান বাংলাদেশ তো বটেই, এশিয়ার সেরাদের কাতারেই থাকার মতো একটা দল হয়ে উঠেছিল। ২০০৯ সালেও জিতেছিল দেশের ইতিহাসের অন্যতম আলোচিত ফুটবল আসর সুপার কাপ।

কিন্তু এরপরেই মোহামেডান দেখেছে পতনের নিত্যনতুন বিন্দু। কখনো রেলিগেশনের একেবারেই কাছাকাছি চলে গিয়েছে। ২০১৯ সালে ক্লাবের নামের পাশে যুক্ত হয়েছে ক্যাসিনো কেলেঙ্কারি। এরপর থেকে কয়েকজন সাবেক ফুটবলার আর সংগঠকের চেষ্টায় মোহামেডানের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আর তার পূর্ণতা এলো ২০২৫ সালে এসে। ২০০২ সালের পর প্রথমবার ঘরোয়া ফুটবল লিগের শিরোপা যাচ্ছে মতিঝিলের ক্লাবটিতে। আর পেশাদার লিগ হিসেবে প্রথম। ২০০৭ সাল বাফুফে ঢাকা প্রিমিয়ার লিগকে পেশাদার লিগ আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রুপান্তর করে। সেই শিরোপা প্রথমবার নিজেদের করে পাচ্ছে মোহামেডান। সবমিলিয়ে শেষ হচ্ছে তাদের ২২ বছরের অপেক্ষা।
আরও পড়ুন
১৭মে এর সন্ধ্যাটা মোহামেডানের। ২২ বছরের অপেক্ষা শেষে তারা পেয়েছে লিগ শিরোপা। আর রাতটা সূদুর ইংল্যান্ডের ক্লাব ক্রিস্টাল প্যালেসের। দক্ষিণ লন্ডনে ১৯০৫ সালে কয়েকজন সাধারণ বাসিন্দাদের চেষ্টায় গড়ে ওঠে ক্রিস্টাল প্যালেস। সেলহার্স্ট পার্ক যে ক্লাবের ঘরবাড়ি। নানা চড়াই-উৎরাই পেরিয়েছে ক্লাবটা। তবে ১২০ বছরের ইতিহাসে গতকালের আগে পর্যন্ত কোনো বড় শিরোপা স্পর্শ করতে পারেনি।
লিগে তারা বরাবরই মধ্যম সারির দল। এফএ কাপ কিংবা কারাবাও কাপেও নেই শিরোপা। সেই দলটাই গতকাল স্তব্ধ করলো ম্যানচেস্টার সিটিকে। এবেরেচি ইজের গোলে একমাত্র গোলে ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়ে জিতল এফএ কাপ শিরোপা। ফুরোলো ১২০ বছরের অপেক্ষা। ইতিহাসের পাতায় নাম তুলল ক্রিস্টাল প্যালেস।

২০২৫ সালটাই এমন। একের পর এক ক্লাব নিজেদের শিরোপাখরা কাটিয়েছে এই বছরটায় এসে। আর এই গল্পটা প্রথম লিখেছিল নিউক্যাসেল ইউনাইটেড। ইংল্যান্ডের ফুটবলে একসময় দাপট দেখালেও প্রায় ৭০ বছর শিরোপা উঠেনি তাদের ট্রফিকেসে। সেই অপেক্ষার অবসান ঘটেছে ২০২৫ সালের কারাবাও কাপ জয়ের মাধ্যমে। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ম্যাগপাইরা ৭ দশক পর কোনো বড় শিরোপার দেখা পায়। ড্যান বার্ন আর আলেক্সান্দার ইসাক নিজেদের নামটা অমর করলেন নিউক্যাসেলের ইতিহাসে।
গো এহেড ঈগলস— নামটা খুব একটা পরিচিত হওয়ার কথা নয়। নেদারল্যান্ডসের ক্লাব ফুটবল বলতেই মাথায় আসে আয়াক্স কিংবা পিএসভি-ফেইনুর্দের নাম। গো এহেড ঈগলস নিয়ে মাতামাতি খানিক কমই। এর পেছনে কারণও আছে। একটা লম্বা সময়ে ধরেই যে শিরোপা নেই ক্লাবের শো-কেসে।
১৯৩৩ সালে সবশেষ তারা জিতেছিল ডাচ লিগের শিরোপা। এরপর কেটে গেছে ৯৩ বছর। ২০২৫ সালে এসে শিরোপার ক্ষুধা মিটিয়েছে তারাও। এজেড আইকমারকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে জিতেছে ডাচ ঘরোয়া লিগের কেএনভিবি কাপ। ৯৯ মিনিটে সমতাসূচক গোল। আর এরপরেই টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয়।

ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার গল্পটাও প্রায় একই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তাদের ছিল ৬টি সিরিআ শিরোপা। সবশেষ শিরোপা ১৯৭৪ সালে৷ উত্তর ইতালির ক্লাবটি এরপর অপেক্ষা করে গেছে আরও ৫০ বছর। শেষ পর্যন্ত শিরোপার দেখা মিলল ২০২৫ সালে এসে। গেল সপ্তাহে কোপা ইতালিয়ার ফাইনালে ফেভারিট এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ৫১ বছর পর শিরোপার উৎসব করেছে দলটি।
দলগত এমনসব শিরোপাখরা কাটানোর গল্পে যোগ হতে পারে হ্যারি কেইন আর এরিক ডায়ারের নামটাও। প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার নিজের প্রথম শিরোপাও পেয়েছেন ২০২৫ সালে এসে। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার শিরোপা জিতে শেষ করেছেন ৩১ বছরের অপেক্ষা।

বেলজিয়ামের লিগের ইতিহাসে অন্যতম সফল দল এফসি বাসেলও এবার শিরোপায় হাত রেখেছে দীর্ঘ অপেক্ষার পর। ৮ বছর পর তাদেরকে শিরোপা এনে দিয়েছেন ক্লাবের ঘরের ছেলে জের্দান শাকিরি।
জেএ