দিল্লির স্কোয়াডে যোগ দিয়েছেন মুস্তাফিজ, আজকের ম্যাচে খেলবেন?

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে সিরিজের পরের দুটি ম্যাচে তাকে পাচ্ছে না দল। প্রথম ম্যাচ খেলার পরই ভারতের বিমান ধরেছেন এই পেসার। ইতোমধ্যেই ভারতে পৌঁছে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তিনি।
আজ আইপিএলে দুটি ম্যাচ। রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আছে।
বিরতির আগে দিল্লির একাদশে নিয়মিত ছিলেন মিচেল স্টার্ক। তবে এই অজি পেসার বিরতির পর আর ভারতে ফিরেননি। তাই পেস ইউনিটে ঘাটতি তৈরি হয়েছে। মুস্তাফিজের অন্তর্ভুক্তি সেই ঘাটতি পূরণ করতে পারে। এ ছাড়া মুস্তাফিজও স্টার্কের মতোই বাঁহাতি পেসার। তাই ফিজই হতে পারেন স্টার্কের সেরা বিকল্প।
তবে মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে 'এক্স ফেক্টর' হতে পারে তার ভ্রমণ ক্লান্তি। যেহেতু গতকালই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন এবং দুবাই থেকে ভারতে গেছেন তাই ভ্রমণ ক্লান্তি এখানে প্রভাব রাখতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, ফিজ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থানে আছেন তাহলে আজই মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে বিসিবি। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।
এইচজেএস