তীব্র গরমেও চলছে জামাল-তপুদের অনুশীলন

গতকাল অনুশীলন ছিল না জামাল ভূঁইয়া-তপু বর্মনদের। সাঁতার ও জিম করেই সময় কেটেছে। আজ (শনিবার) বিকেলে স্থানীয় সময় সাড়ে চারটায় কাতার বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজ কাতারের দোহায় তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। এই দাবদাহের মধ্যে অনুশীলন করছেন জামালরা।
বাংলাদেশ ফুটবল দলের এত তাপমাত্রার মধ্যে অনুশীলন করার রেকর্ড নিকট অতীতে নেই। এত গরম আবহাওয়ার মধ্যে অনুশীলন করলেও জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকের অর্ধেক তাপমাত্রায় খেলবে। টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের ছাদে বা উপরে নয়, নিচ থেকেই কুলিং সিস্টেম রয়েছে। যা ফুটবলারদের ঠান্ডা রাখে।
২৫ ডিগ্রির নিচে আবহাওয়ায় খেললেও এত গরমে অনুশীলনের বিকল্প নেই। রাতেও তাপমাত্রা ত্রিশের উপরে থাকে। আর বাংলাদেশের পরের ম্যাচও বিকেলে ফলে গরম আবহাওয়াতেই অনুশীলন চালানো ছাড়া বিকল্প নেই।
মিডফিল্ডার সোহেল রানা হোটেলে বিশ্রামে রয়েছেন। এছাড়া সবাই অনুশীলনে আছেন। কোচ জেমি ডে ভারতকে রুখার কৌশল তৈরি করছেন। সোমবার ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
এজেড/এমএইচ