ইংল্যান্ড সিরিজের ভারতীয় স্কোয়াডে কয়েকটি চমক, জায়গা হয়নি শামির

রোহিত শর্মা ও বিরাট কোহলি পরবর্তী টেস্ট ফরম্যাটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। শুভমান গিলকে অধিনায়ক এবং ঋষভ পান্তকে সহ-অধিনায়ক করে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছে বেশ কয়েকটি চমক। ভারতের টেস্ট দলে দু’জন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার একজন ডাক পেয়েছেন। তবে জায়গা হয়নি কয়েকদিন ধরে গুঞ্জনের কেন্দ্রে থাকা পেসার মোহাম্মদ শামির।
প্রথমবার ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদ্বীপ সিং। এর মধ্যে সাই সুদর্শন চলমান আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় এসেছেন। এর আগে জাতীয় দলে ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন গুজরাটের হয়ে আইপিএল মাতানো সুদর্শন। আর আর্শদ্বীপ আস্থার নাম হয়ে উঠছেন সাদা বলের দুই ফরম্যাটে। এ ছাড়া দীর্ঘ ৮ বছর পর করুন নায়ার এবং দেড় বছর পর টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন শার্দুল ঠাকুর।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অভিমন্যু ইশ্বরনও আছেন ভারতের স্কোয়াডে। এর আগেও অবশ্য তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ভারতের ঘোষিত দলে ব্যাটারদের তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, অভিমন্যু ইশ্বরন, গিল, সুদর্শন, নায়ার ও ধ্রুভ জুরেল। আর অলরাউন্ডার হিসেবে আছেন দুটি করে স্পিন ও পেস অপশন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ও নিতীশ কুমার রেড্ডি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। আর পেস বিভাগ সাজানো হয়েছে পাঁচজনকে নিয়ে– জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা ও আর্শদ্বীপ।
রোহিত, রবিচন্দ্রন অশ্বিন ও কোহলির অবসরের পর প্রথমবার টেস্ট খেলতে যাচ্ছে ভারত। এ ছাড়া টেস্ট খেলার মতো পুরো ফিট নন বলে জায়গা হয়নি মোহাম্মদ শামির। অ্যাঙ্কলের সার্জারির কারণে তিনি এক বছর পর গত ফেব্রুয়ারিতে মাঠে ফিরেছিলেন। কিন্তু চলমান আইপিএলেও অস্বস্তিতে দেখা গেছে এই অভিজ্ঞ তারকা পেসারকে। এ ছাড়া ভারতের সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজের দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান ও হার্শিত রানা। এ ছাড়া রিপ্লেসমেন্ট হিসেবে ডাক পাওয়া তানুষ কোটিয়ান ও দেবদূত পাদিক্কালেরও জায়গা হয়নি।
ভারতের টেস্ট স্কোয়াড :
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (সহঅধিনায়ক ও উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃঞ্চা, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুন নায়ার, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও আর্শদ্বীপ সিং।
আরও পড়ুন
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে ভারত। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে এই লড়াই মাঠে গড়াবে। এরপর ২ জুলাই এজবাস্টন, ১০ জুলাই লর্ডস, ২৩ ওল্ড ট্রাফোর্ড ও ৩১ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ টেস্ট।
এএইচএস