রিশাদদের ফাইনালে চোখ রাঙাচ্ছে কালো মেঘ, কেমন থাকবে আবহাওয়া

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে দশম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ (রোববার)। যেখানে সাকিব-রিশাদদের লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হবে। টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচের ভেন্যু লাহোরের আবহাওয়া অবশ্য ক্রিকেটভক্তদের জন্য সুখকর বার্তা দিচ্ছে না। এমনকি খেলার সময় বৃষ্টি বাগড়া দিতে পারে বলে জানাচ্ছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর।
সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল (শনিবার) তীব্র ধুলোর ঝড় ওঠার পর ঝোড়ো বৃষ্টি হয়েছে লাহোরে। যার একদিন পরই (আজ) এই শহরে পিএসএলের ফাইনাল নির্ধারিত রয়েছে। বিকেল ৪টা নাগাদ বৃষ্টি শুরুর পর কালো মেঘে ছেয়ে যায় লাহোরের আকাশ। এমনকি সূর্যাস্তের আগে শহরটিতে অন্ধকার নেমে আসে। এই ধুলো ও ঝোড়ো বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ ও দেয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
শহরজুড়ে হঠাৎ করেই আবহাওয়ার এই বিরূপ মূর্তি ধারণের ফলে পিএসএল ফাইনাল ঠিকঠাক অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অথচ এর আগের কয়েকদিন তীব্র গরমে পুড়ছিল লাহোরসহ আশপাশের বাসিন্দারা। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারও লাহোরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির বেশ সম্ভাবনা আছে। যদিও তাপমাত্রা বেশিই থাকছে, যা ৪০-৪২ ডিগ্রি পর্যন্তও হতে পারে।

নির্ধারিত সূচি অনুযায়ী– আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পিএসএলের ফাইনালে মুখোমুখি হবে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স বনাম সৌদ শাকিলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ঠিকঠাক অনুষ্ঠিত না হলে কাদের হাতে উঠবে শিরোপা? যদি নির্ধারিত দিনে ফাইনাল অনুষ্ঠিত না হয়, পিএসএলের ১৬.১১.১.১ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী খেলা পরদিন রিজার্ভ ডেতে গড়াবে। যদিও রিজার্ভ ডে নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।
আরও পড়ুন
আবার রিজার্ভ ডেতেও একই কারণে খেলা না হলে কিংবা ফলাফল না পাওয়া গেলে, পিএসএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৬.১১.১.৩ অনুসারে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই শিরোপা হাতে তুলবে। সে হিসেবে ভাগ্যকে পাশে পাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কারণ চলতি আসরের লিগপর্বে ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল।
অন্যদিকে, ফাইনালে অপর প্রতিযোগী লাহোরকে পড়তে হয়েছিল সমীকরণের মারপ্যাঁচে। ১১ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠে। এরপর তৃতীয় স্থানে থাকা করাচি কিংসকে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। এবারের আসরে তাদের লক্ষ্য তৃতীয়বার পিএসএলের ট্রফি জয়।
এএইচএস