একসঙ্গে ১৯ ফেডারেশনের কমিটি

ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে ২৯ ফেডারেশনের কমিটি পুর্নগঠন হয়েছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ আরো ১৯ ফেডারেশনের অ্যাডহক কমিটির তালিকা প্রকাশ করেছে। আজ ঘোষিত ফেডারেশন-এসোসিয়েশনের মধ্যে জিমন্যাস্টিক্সই শীর্ষ ক্রীড়া সংগঠন।
জিমন্যাস্টিক্স ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে রদবদল হয়নি। হাবিবুর রহমান জামিলকেই সাধারণ সম্পাদক করা হয়েছে। ফুটবল, ক্রিকেট বাদে দেশের সকল ফেডারেশনই মূলত সাধারণ সম্পাদক নির্ভর। ফেডারেশনে পুর্নগঠনে শীর্ষ ফেডারেশনগুলোর মধ্যে স্কোয়াশের কামরুলের পর জিমন্যাস্টিক্সের হাবিবুর রহমানই শুধু স্বপদে বহাল থাকলেন।
জিমন্যাস্টিক্স ছাড়া আজ প্রকাশিত অন্য ফেডারেশন-এসোসিয়েশনগুলো হচ্ছে ক্যারম, বধির ক্রীড়া ফেডারেশন, কিকবক্সিং,মার্শাল আর্ট, কান্ট্রি গেমস, ইয়োগা, রোলার স্কেটিং, থ্রোবল, বাশাআপ, চুকবল, গলফ, সার্ফিং, ব্যুথান, সেপাক টাকরো, মাউন্টেরিং,প্যারা অলিম্পিক।
জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন-এসোসিয়েশনে সংখ্যা ৫৫। ফুটবল ফেডারেশনে গত বছর অক্টোবরে পূর্ণাঙ্গ নির্বাচন হয়েছে। ক্রিকেটে বোর্ডে সভাপতি রদবদল ও পরিচালনা পর্ষদে দুই জন পরিচালক অর্ন্তভূক্তি এবং কয়েকজন বাদ পড়েছেন। বাকি ৫৩ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের মধ্যে গত কয়েক মাসে কয়েক ধাপে ২৯ টি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। আজ এক যোগেই ১৯ ফেডারেশন প্রকাশ করল। এখন আর পাঁচ ফেডারেশন বাকি থাকল।
দেশের অন্যতম সফল খেলা শুটিং। সার্চ কমিটি শুটিং ফেডারেশনের প্রস্তাবনা কয়েক মাস আগেই দিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুটিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করায় খানিকটা বিলম্ব হচ্ছে। শুটিংয়ের পাশাপাশি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে কারা আসছেন এ নিয়ে ক্রীড়াঙ্গনে বেশ কৌতুহল রয়েছে।
এজেড/এইচজেএস