ফাইনালের আগে সংঘর্ষে জড়ালেন চেলসি-বেটিস সমর্থকরা

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে চেলসি ও রিয়াল বেটিস। রোমাঞ্চকর ম্যাচটি খেলতে ইতোমধ্যে দুই দল পোল্যান্ডের রোকলোতে পৌঁছে গেছে। খেলা শুরুর আগেরদিন (মঙ্গলবার) উত্তেজনার জেরে সংঘর্ষে জড়িয়েছেন চেলসি ও বেটিসের সমর্থকরা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রোকলো শহরের কেন্দ্রে সংঘর্ষে জড়ানোর একপর্যায়ে দু’পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারছে। বুধবারের আরেকটি সংঘর্ষ থামানোর লক্ষ্যে সমর্থকদের ওপর পানি নিক্ষেপ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চালানোর কথা জানিয়েছে পুলিশ।
পোলিশ পুলিশ জানায়, প্রথম সংঘর্ষের ঘটনায় জড়িত সমর্থকদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া মঙ্গলবার রাতে মারামারির পর আটক করা হয়েছে একজন স্প্যানিশ নাগরিককে। পরবর্তীতে কনফারেন্স লিগ ফাইনালের পতাকা নামানোয় বুধবার ভোরে আরও তিন স্প্যানিয়ার্ডকে আটক করা হয়। অন্যদিকে, সবমিলিয়ে ২৮ জনকে আটকের কথা জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। সংঘর্ষ থামাতে পুলিশের পাশাপাশি রাস্তায় নেমেছে মিলিটারি বাহিনী। বন্ধ করা হয়েছে আশপাশের দোকানপাট।
— The Sun - Chelsea (@SunChelsea) May 28, 2025
পুনরায় যেন এ ধরনের ঘটনা না ঘটে সেলক্ষ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে। সড়কে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে তাদের জিরো টলারেন্সে থাকতে বলা হয়েছে। চেলসি ও বেটিস জার্সিধারী ভক্তদের থামাতে পুলিশের উপযুক্ত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাইকে সতর্ক করছি, প্রয়োজনে পুলিশ আরও আগ্রাসী হবে।’
আরও পড়ুন
এর আগে ইউরোপা লিগের ফাইনাল হয়েছিল গত সপ্তাহে। যেখানে স্পেনের বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের ফাইনালের আগেও দুই ইংলিশ ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার একই দৃশ্য দেখা গেল কনফারেন্স লিগেও। এদিকে, আগামী শনিবার ইউরোপ সেরার প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান।
এএইচএস