আইপিএলে আইয়ারের ব্যাটে রানবন্যা, তবুও কেন ডাক পেলেন না ইংল্যান্ড সিরিজে

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেছিলেন। সম্প্রতি ফর্মেও আছেন। তবুও শ্রেয়াস কেন সুযোগ পেলেন না? এমন প্রশ্নে মেজাজ হারালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
শ্রেয়াস ইংল্যান্ড সফরের দলে সুযোগ না পাওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বিস্মিত। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ফর্মে থাকলেও টেস্ট দলে এখন শ্রেয়াসকে সুযোগ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব হল না? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি।
গতকাল একই প্রশ্নে গম্ভীরের উত্তর, 'আমি নির্বাচক নই।' এর বেশি আর কিছু বলতে চাননি গম্ভীর। শ্রেয়াসের সুযোগ না পাওয়ার দায় এক রকম আগরকরদের দিকে ঠেলে দিয়েছেন গম্ভীর। আইপিএলে এখনও পর্যন্ত ১৪ট ম্যাচে ৫১৪ রান করেছেন শ্রেয়াস।
আইপিএলের পরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। বেন স্টোকসের দলের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন শুবমান গিলেরা। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে।
ভারতের টেস্ট দলে তিন বছর আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পূজারা। কিন্তু তিনি এখন ব্রাত্য। অবসর না নিলেও টেস্ট দলে জায়গা পান না। নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক গৌতম গম্ভীর স্পষ্ট করে বলে দিয়েছেন, তরুণদের হাতেই দায়িত্ব দিতে চান তারা। ইংল্যান্ডে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। তাই সেখানে ভারত ভালো খেললে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়তে পারে বলে মনে করেন পূজারা।
তিনি বলেন, 'ভারতীয় দলের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় ইংল্যান্ডে। ১০০ বছরে সেখানে ১৯টা টেস্ট সিরিজ খেলে ভারত মাত্র তিনটা জিতেছে। এই পরিসংখ্যান থেকেই চিত্র স্পষ্ট। সামনের সফরে ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে যেতে পারে। আমি দেখতে চাই, এই তরুণ দল সেখানে কীভাবে খেলে। ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করার সুযোগ ওদের সামনে।'
এইচজেএস