মৃত্যুর হুমকি ভুলে শৈশবের ক্লাবে ডি মারিয়া

মৃত্যুর হুমকি পেয়ে নিজের জন্মভিটায় ফিরতে পারেননি। এবার সেখানেই গল্পের শেষটা রাঙাবেন আনহেল ডি মারিয়া। ফিরছেন শৈশবের ক্লাব আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালে।
রোজারিওতে ডি মারিয়ার পেশাদার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। এরপর দীর্ঘ ইউরোপ-যাত্রা, অসংখ্য ট্রফি, বিশ্বকাপ জয়ের গৌরব। সব শেষে আবার সেই শিকড়ের টানে ফেরা।
— Rosario Central (@RosarioCentral) May 29, 2025
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব রোজারিও সেন্ট্রাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তায় ডি মারিয়ার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে, “আমাদের ইতিহাসের আরও পৃষ্ঠা লেখা বাকি। ঘরে ফিরে এসো—স্বাগত আনহেল।”
শৈশবের ক্লাবে আরও আগেই ফেরার কথা ছিল ডি মারিয়ার। কিন্তু অঞ্চলটিতে মাদক কারবারিদের দৈরাত্ম্য আর নিরাপত্তা শঙ্কায় কিছুটা পিছু হটতে হয়েছে। রোজারিও শহরেরই এক বিশেষ নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বসবাস করেন ডি মারিয়ার পরিবার। দেশে ফিরলে ডি মারিয়া নিজেও সেখানেই থাকেন। সেই এলাকাতেই গেল বছরের মার্চের এক ভোরে হুমকি–সংবলিত কাগজ ছুড়ে ফেলে যায় অজ্ঞাত কেউ।
— Rosario Central (@RosarioCentral) May 29, 2025
একটি ধূসর গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও এই ফুটবলারের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না। এরপর নিরাপত্তা বিবেচনায় গত বছর নিজ জন্মস্থানে ফিরতে পারেননি। এর আগেও এমন প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।

এর মধ্যেই এবার শৈশবের ক্লাবে ফিরছেন। তবে এখনই আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া। পর্তুগালের ক্লাব বেনফিকা তাকে ক্লাব বিশ্বকাপে খেলার অনুরোধ জানিয়েছে। সাড়া দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া। এরপরই ফিরবেন রোজারিও সেন্ট্রালে।
রোজারিও সেন্ট্রাল ছাড়ার পর দীর্ঘদিন ইউরোপে খেলেছেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ ছাড়াও প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ফরাসি ক্লাব পিএসজি এবং ইতালির জুভেন্টাসে খেলেছেন। ২০২৩ সালে ফিরেছিলেন বেনফিকাতে। ২ বছরের চুক্তি শেষে ইউরোপের পাঠও চুকালেন রোজারিওর ছেলে ডি মারিয়া।
এফআই