কাবাডিতে আর্মি, হ্যান্ডবলে বিজিবি ও অ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন

জাতীয় স্টেডিয়াম এলাকায় খেলাধূলার চাঞ্চল্যতা ফিরেছে। হ্যান্ডবল, অ্যাথলেটিক্স ও কাবাডি এক সঙ্গে তিন খেলা চলছিল। আজ তিন খেলাতেই শিরোপা নির্ধারণ হয়েছে। ৩৫ তম জাতীয় হ্যান্ডবলে বিজিবি, সার্ভিসেস কাবাডি লিগে সেনাবাহিনী ও জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।
বৈরি আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টির কারণে ম্যাচ চলাকালীন সময়ের মাঝে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর বৃষ্টি একটু কমলে হ্যান্ডবল মাঠে টেবিল ফ্যান দিয়ে পানি শুকানো হয়। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ফাইনালে বিজিবি ৩২-২৪ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসারকে।
প্রথমার্ধে ১৫-১৩ গোলে এগিয়ে ছিল বিজিবি। ১৯৮৪ সাল থেকে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে দাপট রয়েছে বিজিবির। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত রয়েছে তাদের। এর আগে বাংলাদেশ রাইফেলস নামে পরিচিত ছিল এই সার্ভিসেস সংস্থাটি। এবার দিয়ে সব মিলিয়ে ৩৫ বারের মধ্যে ৩১ বার চ্যাম্পিয়ন হলো বিজিবি।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের উচো থোয়াই মারমা। সেরা দুজন রেফারির পুরস্কার পেয়েছেন শান্ত মিয়া ও তামিম শাহরিয়ার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল-আলম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
বৃষ্টির কারণে জাতীয় হ্যান্ডবলের ফাইনাল বিঘ্নিত হওয়ার ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্টেডিয়াম সংস্কারের নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে, ‘বৃষ্টির জন্য অনেক্ষণ খেলা বন্ধ থাকলেও আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখেছি। তবে এখানে যে সমস্যা বৃষ্টির কারণে হয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি। আগামীকাল এই স্টেডিয়াম পরিদর্শন করতে এনএসসির একটা টিম আসবে। কোথায় কোথায় সমস্যা, কোন জায়গা সংস্কার করতে হবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে করে মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে।’
সার্ভিসেস কাবাডি লিগে (জুনিয়র) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে তারা বাংলাদেশ পুলিশকে হারিয়েছে ৪১-২৫ পয়েন্টে। এর আগে সেমিফাইনালে সেনাবাহিনী ৬৪-২২ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং পুলিশ ৩৮-৩৩ পয়েন্টে নৌবাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মেহেদী। আর টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের রবি, সেরা কেচার সেনাবাহিনীর আকাশ ও সেরা খেলোয়াড় সেনাবাহিনীর ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, পুলিশের ডিআইজি জাহিদুল হাসান, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন আনিকা ও কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু।
জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে। দুইদিনে মোট ৪০টি ইভেন্ট। ২৫টি স্বর্ণ, ১৩ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ নিয়ে মোট ৪৭টি পদকে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৭ টি স্বর্ণ, ১০টি রোপ্য ও ০৩টি ব্রোঞ্জ মোট ২০টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ০২ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য ও ৪টি বোঞ্জ পদক মোট ৯টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। দ্বিতীয় দিনে ৮টি সহ দুইদিনে ১৩টি জাতীয় রেকর্ড হয়েছে।
এজেড/এইচজেএস