জ্যামের কারণে খেলায় দেরি, ক্রিকেটাররা এলেন সাইকেল চালিয়ে (ভিডিওসহ)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যে অনুষ্ঠিত দুই খেলায় ইংল্যান্ড জিতেছে। সিরিজের ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ও শেষ ওয়ানডে অনেকটা নিয়মরক্ষার লড়াই। তবে সেই ম্যাচটাই এখন ক্রিকেটবিশ্বের আলোচনায়। কারণ আবহাওয়াজনিত সমস্যা না থাকলেও নির্ধারিত সময়েই যে খেলা শুরু করা যায়নি। তীব্র যানজটে আটকে পড়েন ক্রিকেটাররা। পরে তাদের সাইকেল চালিয়েই স্টেডিয়ামে আসতে হয়েছে।
আজ (মঙ্গলবার) লন্ডনের কেনসিংটন ওভালে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও খেলা শুরুর নির্ধারিত সময় ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা। এর আধাঘণ্টা আগে হওয়ার কথা ছিল টস। কিন্তু খেলোয়াড়রাই যেখানে মাঠে পৌঁছাতে পারেননি, সেখানে খেলার চিন্তা বাহুল্যই বটে। শেষমেষ ৪০ মিনিট পর ৬.১০ মিনিটে হয়েছে টস। যেখানে জিতে ইংল্যান্ড আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ম্যাচ দেরিতে শুরু হবে জানিয়ে স্বাগতিক ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘(টেমস) নদীর উত্তরাঞ্চলে মারাত্মক জ্যামের কারণে একটি দল নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি, সে কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খেলা শুরু হবে। ওই দলের সকল সদস্য মাঠে পৌঁছানোর পর ম্যাচ অফিসিয়ালরা সময় সমন্বয় করবেন এবং প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হবে।’
— England Cricket (@englandcricket) June 3, 2025
পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের সাইকেল চালিয়ে দ্য ওভালে ঢুকতে দেখা যায়। ওই দৃশ্য ক্যামেরাবন্দী করে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করেছে ইসিবি। যদিও নিশ্চিত হওয়া যায়নি যে, জ্যামের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে না পারা দলটি স্বাগতিক ইংল্যান্ড কি না। ইএসপিএন ক্রিকইনফো অবশ্য ওয়েস্ট ইন্ডিজ জ্যামে আটকে পড়ার কথা উল্লেখ করেছে। ইসিবি প্রকাশিত সেই ভিডিও’র ক্যাপশনে মজার ছলে লিখেছে, ‘নিজস্ব স্টাইলেই পৌঁছালেন তারা। লন্ডনে সড়ক অবরোধকে হার মানানোর এটাই একমাত্র উপায়।’
আরও পড়ুন
এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয় পায় ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে তারা ৪০০ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে গুটিয়ে যায়। পরের ম্যাচে ক্যারিবীয়রা আগে ব্যাট করে তোলে ৩০৮ রান। তবে সেটিও যে যথেষ্ট ছিল না তার প্রমাণ পায় দ্বিতীয় ইনিংসে। ৭ বল এবং ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরোয় ইংলিশরা। এখন তৃতীয় ম্যাচটি উইন্ডিজদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
এএইচএস