কিউবা নেই সিঙ্গাপুর ম্যাচে, প্রবাসী বাড়ায় খুশি জামাল

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। সেই জামালের কাঁধেই বাংলাদেশ দলের দায়িত্ব প্রায় অর্ধ যুগ। তাকে অনুসরণ করে বাংলাদেশ দলে একে একে যোগ দিয়েছেন আরও কয়েকজন প্রবাসী। সিঙ্গাপুর ম্যাচ উপলক্ষ্যে হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষিত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬। চলতি স্কোয়াডে হামজা চৌধুরি (ইংল্যান্ড), জামাল (ডেনমার্ক), কাজেম শাহ (কানাডা), ফাহমিদুল (ইতালি) ও তারিক কাজী (ফিনল্যান্ড) রয়েছেন। আগামীকাল কানাডা থেকে যোগ দেবেন সামিত সোম।
আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন হলে জামাল বলেন, ‘আমার পর যখন তারিক (ফিনল্যান্ড প্রবাসী) এসেছিল তখন আমি চিন্তা করেছিলাম আর কোনো প্রবাসী হয়তো যোগ দেবে না। এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে।’ তিনি এটা দেশের ফুটবলের জন্য ইতিবাচক মনে করে খানিকটা ফ্রান্সের প্রসঙ্গ আনলেন, ‘এটাকে আমি দেশের ফুটবলের জন্য ভালো মনে করছি। দেখুন এই প্রবাসী ফুটবলারের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স। তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের। দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে।’
ইংল্যান্ড প্রবাসী আরেক সম্ভাবনাময় খেলোয়াড় কিউবা মিচেল। তার পাসপোর্ট ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে। আজ ছিল সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসির নিবন্ধনের শেষ দিন। মিচেলের নিবন্ধন নিয়ে ফুটবলাঙ্গনে আলোচনা ছিল। তবে আজ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সরাসরিই বলেছেন, ‘কিছু বিষয় এখনও ফেডারেশনের ওপর, সে এই (জুন-সিঙ্গাপুর ম্যাচ) উইন্ডোর ক্যাম্পে নেই।’

জামাল ভূঁইয়া অধিনায়ক হলেও ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাননি। আজ অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্স করলেও খেলার সুযোগ পাবেন তো? এমন প্রশ্ন হলে তিনি বল কোচের দিকেই ঠেলে দিলেন, ‘এটা কোচের বিষয়।’ মার্চ উইন্ডোতে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল ফাহমিদুল ইসলামকে সৌদি থেকে ইতালিতে ফেরত পাঠানোয়। আগামীকাল ফাহমিদুল নামছেন এমন ইঙ্গিতই দিয়েছেন কোচ, ‘ফাহমিদুল কাল কিছু সময় দেখা যেতে পারে।’
আরও পড়ুন
হামজা চৌধুরি গতকাল সকালে ঢাকায় এসেছেন। খানিকটা বিশ্রাম নিয়েই আবার অনুশীলন করছেন বিকেলে। তিনি আগামীকালের ম্যাচ খেলবেন কি না এটা নিয়ে ফুটবলাঙ্গনে কৌতুহল অনেক। হামজাকে নিয়ে কোচ বলেন, ‘সে কালকের ম্যাচে অ্যাভেইলেভল।’
এজেড/এএইচএস