আজ অনুশীলন নেই, রোজা রাখছেন হামজা

বাংলাদেশ গতকাল রাতে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। ম্যাচের পরের দিন আজ কোনো অনুশীলন নেই। হোটেলেই হামজা-জামালদের রিকভারি সেশন চলছে।
আগামী পরশু দিন বাংলাদেশে কোরবানির ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেই ঈদের আগে রোজা রাখেন। বাংলাদেশ ফুটবল দলের সুপারস্টার হামজা চৌধুরী রোজা রেখেছেন। ইংল্যান্ডে বসবাস করলেও হামজা অত্যন্ত মুসলিম ধর্মপরায়ণ। দলীয় সুত্রে জানা গেছে, টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন। আগামীকালও রাখার ভাবনা রয়েছে।
১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ৭ জুন বাংলাদেশে ঈদ। ম্যাচের তিন দিন আগে হওয়ায় ঈদের দিনও অনুশীলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যা সাতটায় অনুশীলন হওয়ার পরিকল্পনা করছে কোচিং স্টাফ।
আজ টিম হোটেলে আইস বাথ ও রিকভারিতে দিন কাটছে হামজাদের। ১০ জুন বাংলাদেশ সাদা হোম জার্সিতে খেলবে। সেই ফটোশুট টিম হোটেলে হয়েছে। গতকাল বাংলাদেশ হোম ম্যাচ খেললেও অ্যাওয়ে ম্যাচের লাল জার্সিতে খেলেছে। আজ বিশ্রাম থাকলেও আগামীকাল থেকে মাঠের অনুশীলন শুরু হবে।
এজেড/জেএ