পরিবারের সঙ্গে ঈদ পালন তাসকিন-মুশফিকদের

সারা দেশব্যাপী আজ শনিবার (৭ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। অধিকাংশ মানুষই এই ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। ব্যতিক্রম নন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। ঈদের ছুটিতে ক্রিকেটাররা রয়েছেন নিজ শহর কিংবা পরিবারের কাছে।
ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্থান করছেন নিজ শহর বগুড়াতে। সেখান থেকে ঈদের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে অবশ্য মুশফিকপুত্র মায়ানকেও দেখা যায়। পরে ছবির ক্যাপশানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার এই ক্রিকেটার।
এদিকে পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন তাসকিন আহমেদও। ঢাকাতে অবস্থান করা এই ক্রিকেটার ফেসুবকে ছবি শেয়ার করেছেন পরিবারের সঙ্গে, ছিলেন বাবা, দুই মেয়ে এবং বড় ছেলে তাসফিন। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।
Assalamu A’laikum. Takabbalallahu minna wa minkum. Eid Mubarak to everyone
Posted by Mushfiqur Rahim on Friday, June 6, 2025
Assalamualaikum Eid Mubarak everyone
Posted by Taskin Ahmed on Friday, June 6, 2025
অবশ্য ঈদের ছুটিতে লম্বা হচ্ছে না ক্রিকেটারদের। আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ।
এসএইচ/জেএ