জাতীয় দলে উইকেটকিপার ব্যাটারদের মধুর প্রতিযোগিতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে উইকেটকিপার ব্যাটারদের ছড়াছড়ি। যে কারণে এসব ক্রিকেটারদের মধ্যে রয়েছে মধুর প্রতিযোগিতা। বিশেষ করে নিয়মিত স্কোয়াডেই রয়েছেন একাধিক উইকেটকিপার ব্যাটার। এছাড়া পাইপলাইনেও রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
এই মূহুর্তে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে উইকেটককিপার ব্যাটার হিসেবে রয়েছেন লিটন দাস, জাকের আলি অনিক, জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিমররা। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জাকির ছাড়া সবাই রয়েছেন জাতীয় দলে।
এছাড়া পাইপলাইনে রয়েছেন নুরুল হাসান সোহান, আকবর আলিরা। এমন মধুর প্রতিযোগিতা জাতীয় দলের জন্যই ভালো এমনটা দাবি করেছেন বিসিবির একজন কর্মকর্তা। ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, 'জাতীয় দলের জন্যই এমন প্রতিযোগিতা দরকার, তাহলে সবার মধ্যে ভালো করার ক্ষুধা আসবে।'
গেল বছর খানেক ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মম্যান্স করে চলেছেন নুরুল হাসান সোহান। বিপিএলের পর ডিপিএলেও সেই ধারা বজায় রেখেছিলেন। সবশেষ বাংলাদেশ এ দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন সোহান। সঙ্গে দায়িত্ব পালন করেছেন দলের অধিনায়কত্বেরও। সবদিক থেকেই সোহান জাতীয় দলে থাকার মতো উপযুক্ত অবস্থাতে আছেন।
সেদিক বিবেচনা করেই ধারণা করা হচ্ছিল আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের সিরিজে থাকবেন সোহান। তবে গতকাল ঘোষিত লাল বলের সিরিজে দলে ডাক পাননি উইকেটকিপার এই ব্যাটার। এবার প্রশ্ন জেগেছে তাহলে কী শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে দেখা যাবে তাকে। খোঁজ নিয়ে জানা গেছে লাল বলের সিরিজে দলে না থাকলেও সাদা বলের সিরিজ এগিয়ে আছেন সোহান।
এসএইচ/জেএ