হামজাদের হারের পর যা বললেন তাসকিন-মিরাজরা

এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের প্রথম হোম ম্যাচে গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। আর এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের। নতুন এক বাংলাদেশের শুরুটাও হয়েছে বলতে গেলে এই ম্যাচ দিয়ে। যা নিয়ে কেবল ফুটবল না, ক্রিকেট পাড়াতেও ছিল উন্মাদনা।
হামজা-সামিতদের ম্যাচ দেখতে ঢাকা স্টেডিয়ামে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আরো ছিলেন কয়েকজন সাবেকসহ বর্তমান ক্রিকেটাররা।
তবে মাঠে ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি। সিঙ্গাপুরের কাছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা হেরেছে ২-১ গোলে। ম্যাচ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মুগ্ধ ক্রিকেটাররা। সফরকারীদের কাছে ২-১ ব্যবধানে হারের পরেও তাদের নিয়ে খুশি ক্রিকেটাররা।
Keep your heads high... Well Played.
Posted by Taskin Ahmed on Tuesday, June 10, 2025
Not the result hoped for, but the courage shown inspires many. Bangladesh’s spirit will shine even brighter next time!
Posted by Mehidy Hasan Miraz on Tuesday, June 10, 2025
ম্যাচ শেষে তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।’ হারলেও বাংলাদেশ ভবিষ্যতে দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, আরও অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’
আরও পড়ুন
সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে রুবেল হোসেন লিখেছেন, ‘একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। তবু এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।’
এসএইচ/