ফেসবুকে হঠাৎ ‘স্লোগান’ তুললেন লিটন

ঈদের ছুটি কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের অনুশীলনে ফিরেছেন। চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ১৭ জুন থেকে মাঠে গড়াবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এই লড়াই শুরু হবে।
আসন্ন সফরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রস্তুতি হিসেবে গত সোমবার থেকে অনুশীলন ক্যাম্প করছে টাইগাররা। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে রয়েছে পুরো কোচিং স্টাফ। আজ (বুধবার) থেকে শুরু হয়েছে দুই দিনের অনুশীলন ম্যাচ।
আগামীকালও (বৃহস্পতিবার) হবে লাল বলের এই অনুশীলন ম্যাচ। যেখানে দুই দলে ভাগ হয়ে খেলছে বাংলাদেশ টেস্ট দল এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। আজকের অনুশীলন ম্যাচে লিটন দাস ব্যাট করার সময় তার গায়ে খালেদ আহমেদের জার্সি দেখা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিটন নিজেও মজায় মেতেছেন।
খালেদ না লিটন? -লিটন, লিটন!
Posted by Litton Kumer Das on Wednesday, June 11, 2025
খালেদের সেই জার্সি পরিহিত ব্যাট করা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন লিটন। মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘খালেদ না লিটন? -লিটন, লিটন!’
আরও পড়ুন
এর আগে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এ ছাড়া অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত। পেসার খালেদও আছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে। ১৭ জুন গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
এসএইচ/এএইচএস