ক্রিকেট খেলতে খেলতে চিরবিদায় নিলেন হ্যান্ডবলের কারিগর

হ্যান্ডবলে অতি পরিচিত মুখ আখতারুজ্জামান আউয়াল। জাতীয়, যুব কিংবা প্রিমিয়ার লিগ হ্যান্ডবলে সব সময়ই দেখা যায় আউয়ালকে। তার হাতে গড়া অনেক খেলোয়াড় জাতীয় হ্যান্ডবল দলেও খেলেছেন। হ্যান্ডবলের কারিগর আউয়াল আজ বিকেলে জামালপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাবস্থায় মৃত্যুবরণ করেন।
জামালপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, 'জামালপুর স্টেডিয়ামে ঈদ পুর্নমিলনী প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় ব্যাটিং করা অবস্থায় আউয়াল মাটিতে শুয়ে পড়ে। খুব দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান। অনেকটা ক্রিকেটার তামিম ইকবালের মতোই ঘটনা। তামিম আমাদের মাঝে এখনো আছেন, আউয়াল আর নেই।'
আউয়ালের অকাল মৃত্যু জামালপুরের জন্য অপূরণীয় ক্ষতি মনে করেন রেদোয়ান, 'জামালপুরের ক্রীড়াঙ্গনের প্রকৃত ক্রীড়া সংগঠক আউয়াল। সকাল থেকে সন্ধ্যা অব্দি খেলা নিয়েই ব্যস্ত থাকে। মূলত সে হ্যান্ডবল সংগঠক হলেও ফুটবল, ক্রিকেট সকল খেলা আয়োজন ও খেলোয়াড় তৈরিতে তার আন্তরিকতা ও দক্ষতার জুড়ি নেই। আমরা জামালপুরবাসী একজন কৃতি ক্রীড়া ব্যক্তিত্বকে অকালে হারালাম।'
জামালপুরের পাশাপাশি জাতীয় হ্যান্ডবলেও অনেক সম্পৃক্ততা আউয়ালের। জাতীয় যুব হ্যান্ডবল দলের সহকারী কোচ ছিলেন। হ্যান্ডবল রেফারি ও কোচেস এসোসিয়েশনের কমিটিতেও সক্রিয় ভূমিকা থাকত আউয়ালের। তার এই অকাল প্রয়াণে চরম ব্যাথিত ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, 'আউয়ালের আকস্মিক চিরবিদায়ে হ্যান্ডবল পরিবার মর্মাহত। বাংলাদেশে নিবেদিতপ্রাণ হ্যান্ডবল সংগঠক ও কোচদের মধ্যে আউয়াল অন্যতম। তার এভাবে চলে যাওয়া হ্যান্ডবলে অপূরণীয় ক্ষতি।'
আউয়ালের মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা শোক প্রকাশ করেছে। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আউয়াল। আমৃত্যু ক্রীড়াঙ্গনের সঙ্গে ছিলেন তিনি। ক্রীড়াঙ্গন আউয়ালের পরিবারের পাশে থাকবে তো?
এজেড/এইচজেএস