বিশ্বকাপের পরেই অবসর– জানিয়ে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক

একের পর এক টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েও কোনোক্রমেই যেন শিরোপার দেখা মিলছে না নিউজিল্যান্ড ক্রিকেটে। পুরুষ দল একের পর এক সেমিফাইনাল খেলার পরেও ব্যর্থই হচ্ছিল শিরোপা উৎসব করতে। সেইসময়েই কিউইদের ট্রফি ক্যাবিনেটে পরিবর্তন এনেছিল তাদের নারী দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল তারা।
কিন্তু ১ বছর পার না হতেই সেই দলটাকে বিদায় বলতে যাচ্ছেন অধিনায়ক সোফি ডিভাইন। ৩৫ বছর বয়েসী সোফির হাতেই উঠেছিল নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপা। কিন্তু এবারে জানালেন, ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পরেই নিজেকে একদিনের ক্রিকেট থেকে সরিয়ে নিচ্ছেন তিনি। টি-টোয়েন্টিতে কি খেলবেন?
এর উত্তরে জানালেন, কেবল তখনই খেলতে রাজি যখন তাকে খেলার স্বাধীনতা দেয়া হবে। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনো নিয়মিত ডাক পাচ্ছেন ৩৫ বছরের সোফি ডিভাইন। ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে এসে সেখানে সময় দিতে চান। সেজন্যই জাতীয় দলের দরজায় সবসময় সোফিকে দেখতে পাওয়ার সম্ভাবনাও কম। সেটাই ধরে রাখতে চান শেষ পর্যন্ত।

অবসরের ঘোষণা প্রসঙ্গে সোফি ডিভাইনের মন্তব্য, ‘সরে যাওয়ার জন্য এটাকেই সঠিক সময় মনে হয়েছে। সমাধান খোঁজার ক্ষেত্রে এনজেডসি’র পূর্ণ সমর্থন আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, কারণ এর অর্থ আমি এখনো হোয়াইট ফার্নসদের হয়ে কিছু দিতে পারবো। এটা সবার জানা দরকার আমি সরে যাওয়ার আগে এই দলটাকে সবকিছু উজাড় করে দিতে চাইছি।’
আরও পড়ুন
নিউজিল্যান্ড নারী দলের ১৭ জনের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার ঠিক একদিন আগে নিজের অবসরের সিদ্ধান্তটা সবার সামনে আনলেন সোফি ডিভাইন। বর্তমানে তিনি ওয়ানডে দলেরও অধিনায়ক। বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে হোয়াইট ফার্নসরা। এরপরেই অবশ্য নতুন অধিনায়ক খোঁজার মিশনে নামতে হবে তাদের।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় সোফি ডিভাইনের। এরপর পার করেছেন ১৯ বছর। নিউজিল্যান্ডের হয়ে সুজি বেটসের পর ২য় সর্বোচ্চ ওয়ানডে খেলা নারী তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে নিশ্চিতভাবেই ৪০০০ রান করে ডেবি হকলিকে পেরিয়ে ৩য় স্থানে উঠে আসবেন সামনের দিনগুলোতে। কিউই নারী দলের হয়ে ২য় সর্বোচ্চ ৮টি ওয়ানডে সেঞ্চুরি আছে সোফি ডিভাইনের।

বল হাতেও কম যাননা তিনি। নিউজিল্যান্ড নারী দলের হয়ে মাত্র ২ জনেরই ওয়ানডে ফরম্যাটে ১০০ এর বেশি উইকেট নেয়ার কীর্তি আছে। লিয়া তাহুহুর সঙ্গে যেখানে আছে সোফি ডিভাইনের নামটাও।
জেএ