বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন

বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগের মৌসুমেও হোবার্টে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি।
আজ (বৃহস্পতিবার) মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে বাংলাদেশি স্পিনারকে দলে ভেড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে খেলেছিলেন একজনই। সাকিব আল হাসান। এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের।
Bangladeshi leg spinner Rishad Hossain has joined the 'Canes at Pick 13!
Posted by Hobart Hurricanes on Wednesday, June 18, 2025
সর্বশেষ আসরে রিশাদের দল হোবার্ট হারিকেন্স প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতে নেয়। সতীর্থরা যখন ট্রফি হাতে উৎসবে মেতেছিল, রিশাদ তখন নিজ দেশেই থেকে গিয়েছিলেন ‘একটা সুযোগ’ না পাওয়ার হতাশা নিয়ে।
তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ এসেছে। যদি বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া যায়, তবে রিশাদের লেগ স্পিন দেখতে পাবে বিগ ব্যাশের দর্শকরা। সুযোগ পেলে এটা হবে রিশাদের বিগ ব্যাশ লিগে প্রথমবারের মত অংশগ্রহণ।
রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
এফআই