হকিতে আকস্মিক ক্যাম্প ও ‘বিচিত্র’ ঘোষণা

আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি নির্ধারিত হলেও জাতীয় হকি দলের অনুশীলন ও ক্যাম্প যথাসময়ে শুরু না হওয়ার রীতি বাংলাদেশের হকি অঙ্গনে। এবার একটু ভিন্ন চিত্রই দেখা গেল। এশিয়া কাপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ হকি দলের সামনে নির্ধারিত কোনো সূচি নেই। আকস্মিকভাবেই হকি ফেডারেশন ৩৬ জন খেলোয়াড়কে ১২-২৪ জুলাই ক্যাম্পের জন্য ডেকেছেন।
হকি ফেডারশেনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান জাতীয় দল নিয়ে বলেন, 'সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস কন্ডিশন নিয়ে কাজ করার জন্য এই ক্যাম্প। দুই সপ্তাহের এই ক্যাম্পের ফলে অনেক খেলোয়াড়ই তাদের অবস্থান বুঝতে পারবেন।' ৩৬ জনের এই তালিকায় নেই রাসেল মাহমুদ জিমি। দল নির্বাচন সম্পর্কে বলেন, 'যারা এএইএফ কাপে ছিলেন। সেই খেলোয়াড়দেরই মূলত ক্যাম্পে ডাকা হয়েছে।'
এএইচএফ কাপে বাংলাদেশ দলের কোচ ছিলেন মামুনুর রশীদ। দুই সপ্তাহের কন্ডিশনিং ট্রেনিংয়ে অবশ্য কোচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মশিউর রহমান বিপ্লব কোচ হতে পারেন বলে জানা গেছে ফেডারেশনের দায়িত্বশীল সূত্রে।
ক্যাম্পর বিষয়ে বিস্তারি জানতে- 01819-219414/ 01911540851
Posted by Bangladesh Hockey Federation on Thursday, June 19, 2025
হকি খেলোয়াড়দের চাহিদা লিগ। সেই লিগ আয়োজন করলেই খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্ট, ফিটনেস সকল কিছুই দেখা যায়। সেই লিগ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট আশার কোনো বাণী নেই। প্রিমিয়ার লিগ মাঠে না গড়িয়ে দুই সপ্তাহের কন্ডিশন ক্যাম্প হকি খেলোয়াড়দের কিংবা ফেডারেশনের কতটুকু কাজে আসবে সেটা বেশ বড় আলোচনারই বিষয়।
হকি ফেডারেশন আকস্মিক জাতীয় দলের ক্যাম্প ডেকে বিস্ময়ের সৃষ্টি করেছে। ক্যাম্পের পাশাপাশি দল ঘোষণাও ছিল বড়ই বিচিত্র। বিগত সময়ে হকি দল ঘোষণা হলে সাংবাদিকদের ইমেইল করত ফেডারেশন। গত দুই-তিন বছর অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফেডারেশনের সিদ্ধান্ত ও দল প্রকাশ করা হতো। আজ বিকেলের পর ফেডারেশনের ফেসবুক পেজে দল সংক্রান্ত একটি পোস্ট করে। সেখানে ক্যাম্পের বিষয় জানতে মোবাইল নাম্বার দেয়া হয়। নাম্বার দেয়া থাকলেও ছিল না ব্যক্তির নাম। সাংবাদিকরা সেই নাম্বার ডায়াল করে দেখেছেন সেটা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হুমায়নের নাম্বার। ফেসবুক পোস্টেও এক লাইনে বানান ভুল হয়েছে।
এজেড/এইচজেএস