২ উইকেট শিকার করে চা বিরতিতে গেল বাংলাদেশ

গল টেস্টে শেষ দিনের রোমাঞ্চে পানি ঢেলেছে বৃষ্টি! তাতে অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায় ম্যাচ। তবে বৃষ্টির পর কিছুটা হলেও প্রাণের সঞ্চার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৯৫ রানের লিড নিয়ে দিনের খেলার ৩৭ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা করেন তিনি। আর বোলিংয়ে নেমে চা বিরতির আগে ৮ ওভারের মধ্যেই দুই লঙ্কান ওপেনারকে ফিরিয়েছে বাংলাদেশ। তাতে গলের বৃষ্টি ভেজা টেস্টে কিছুটা হলেও রোমাঞ্চ ফিরেছে।
পঞ্চম দিনের চা বিরতির আগে পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের আরো করতে হবে ২৬২ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরো ৮ উইকেট। দিনের খেলার বাকি আছে আর ২৯ ওভার।
২৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে হিতে বিপরীত হয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো দ্রুত সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলকে এগিয়ে এসে খেলতে গিয়ে শট চেক করেন লাহিরু উদারা। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল ধরে দ্রুতই উইকেট ভেঙেছেন লিটন দাস। ১৩ বলে ৯ রান করে লাহিরু বিদায় নিলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।
এক বল পরই ফিরেছেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। নাঈমের বলে শান্তর হাতে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৪ রান।
এর আগে ৫ম দিনের খেলার শুরুতে ১৮৭ রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনের এদিনের শুরুটা ছিল সাবধানী আর ধীরগতির। সেখান থেকে অবশ্য বাংলাদেশ খুব একটা পিছিয়েও ছিল না। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রানআউট হন ৪৯ রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে।
এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী।
শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লঙ্কানদের জন্য লক্ষ্য দাড়ায় ২৯৬ রানের।
এইচজেএস