এক বছর পর বিশ্বকাপের প্রাইজমানি পাচ্ছেন ক্রিকেটাররা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ওমান। কিন্তু সেই আসরের প্রাইজমানির অর্থ এখনো পাননি দলটির ক্রিকেটাররা। বছর খানেক পর এবার ক্রিকেটারদের সেই পাওনা বুঝিয়ে দিতে রাজি হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের প্রাইজমানি দিতে এত সময় নেওয়ার কারণ হিসেবে প্রক্রিয়াকে দায়ী করেছে ওমান ক্রিকেট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ক্রিকেটারদের পাওনা অর্থ আগামী জুলাইয়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।
সেই টুর্নামেন্টে ১৩ থেকে ২০ নম্বর দলের মধ্যে থাকায় ওমানকে দেওয়া হয় ২ লাখ ২৫ হাজার ডলার। আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষ হওয়ার ২১ দিনের মধ্যে স্কোয়াডের সদস্যের মধ্যে প্রাইজমানির অর্থ ভাগ করে দিতে হবে। যথাসময়ে আইসিসির কাছ থেকে টাকা পেলেও, ক্রিকেটারদের কিছুই দেয়নি ওমান ক্রিকেট।
টুর্নামেন্ট শেষের পর প্রাপ্ত অর্থ না পাওয়ায় ঘরের মাঠে ইমার্জিং টিমস এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত নেন তারা। তাতে ওই স্কোয়াডের ১১ জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে ওমান। অথচ এমন পরিস্থিতির জন্য খেলোয়াড়দেরই দোষারোপ করেছেন ওমান ক্রিকেটের প্রধান পাঙ্কাজ খিমজি।
তিনি বলেন, 'খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়ার পুরো অধিকার ছিল এবং আমরা সংশ্লিষ্ট সময়সীমা সম্পর্কে স্বচ্ছ ছিলাম।'
'কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ানো-দেশের প্রতিনিধিত্ব করার কয়েক ঘণ্টা আগে-এটা কেবল দায়িত্বজ্ঞানহীনতাই ছিল না, পুরো দলের, কোচিং স্টাফের, বোর্ডের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দেশের জন্য অবমাননাকর ছিল, যাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিল তারা।'
এইচজেএস