ক্রিকেট দুনিয়ায় হ্যারি ব্রুকের এমন কীর্তি আগে দেখেনি কেউই

একের পর এক রেকর্ড গতকাল দেখেছে হেডিংলি। মঙ্গলবার ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্টের শেষদিনের খেলায় রীতিমত রেকর্ডবুকে তোলপাড় ফেলেছেন ইংলিশ ব্যাটাররা। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৮৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। আবার ইংল্যান্ডের হয়ে ১৫ বছর পর চতুর্থ ইনিংসে শতরান করেছিলেন ডাকেট।
কোনো টেস্ট ম্যাচ জেতার পথে ৫ম দিনে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা যদিও ভাঙা হয়নি এদিন। তবে ২য় সর্বোচ্চ স্থানে উঠে গিয়েছে গতকাল ইংল্যান্ডের করা ৩৫০ রান। তবে এতসব কৃতিত্বের মাঝে এক বিব্রতকর রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুক। এ এমনই এক রেকর্ড, যেটা ক্রিকেটের দুনিয়া আগে কখনোই দেখেনি। অন্তত হ্যারি ব্রুকের মতো করে তো নয়ই।
ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক পেয়েছিলেন হ্যারি ব্রুক। আর সেটাই তাকে জায়গা দিয়েছে ক্রিকেটের দুর্ভাগাদের তালিকায়। প্রথম ইনিংসে ৯৯ রান করে দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক পাওয়া একমাত্র ক্রিকেটার হ্যারি ব্রুক। এর আগে ৯৯ এবং ডাকের ঘটনা থাকলেও ‘গোল্ডেন ডাক’ বাঁ প্রথম বলেই শূন্য করেননি কেউই।

ভারতের বিপক্ষে প্রথম ইনিংস বেশ দারুণ খেলছিলেন হ্যারি ব্রুক। অলি পোপের সেঞ্চুরির পর তার ওই ইনিংসের সুবাদেই ভারতের ৪৭১ রানের জবাব দিচ্ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত খুব কাছে গিয়েই সেঞ্চুরি মিস করে যান টেস্ট র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এই ব্যাটার। প্রসিদ্ধ কৃষ্ণার বলে মিসটাইমড হওয়া শটে ফাইন লেগে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে হ্যারি ব্রুককে। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতেই আউট হন ইংলিশ এই ব্যাটার।
আরও পড়ুন
আর প্রথম ইনিংসে যার হাতে ক্যাচ দেন, দ্বিতীয় ইনিংসে সেই শার্দুলের বলেই গোল্ডেন ডাকে আউট হন ব্রুক। লেগ স্ট্যাম্পের খানিক বাইরের বলে অহেতুক খোঁচা দিয়েছিলেন। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন ঋশাভ পান্ত। আর তাতেই দুর্ভাগা তালিকায় উঠে যায় হ্যারি ব্রুকের নাম।
অবশ্য টেস্টে এক ইনিংসে ৯৯ এবং অন্য ইনিংসে শূন্য আছে আরও ৪টি। যার মধ্যে ৩টিই পাকিস্তানি ব্যাটারদের দখলে। ১৯৫৯ সালে দিল্লি টেস্টে ভারতের পঙ্কজ রায় প্রথম ইনিংসে ০ করার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে আউট হন। ১৯৭৩ সালে করাচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মুশতাক মোহাম্মদ, ২০১৭ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিসবাহ-উল হক এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে বাবর আজম ৯৯ ও ডাকের স্বাদ পেয়েছিলেন।

তবে হ্যারি ব্রুকের মতো গোল্ডেন ডাক হজম করতে হয়নি কাউকেই। দারুণ জয়ের দিনে ব্রুক তাই নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন।
জেএ