অস্ত্রোপচার করালেন সূর্যকুমার, বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন?

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সুস্থ আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পোস্ট করে এই খবর জানিয়েছেন সূর্যকুমার।
সূর্যকুমার নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'কেমন আছি? পেটের নীচের দিকে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের খবর আপনাদের জানাতে পারছি। অনেকটাই সুস্থ হয়ে উঠছি। মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।'
২০২৩ সালের পর থেকে তিন বার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল তার। গত বছর হার্নিয়ার অস্ত্রোপচার হয়। এই বছর দ্বিতীয় বার হার্নিয়ার অস্ত্রোপচার হলো।
সূর্যকুমারকে শেষ বার খেলতে দেখা গিয়েছিল আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবার ৭১৭ রান করেছিলেন তিনি। এক মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের আর কোনো ব্যাটার এত রান করতে পারেননি। যদিও আইপিএল জিততে পারেনি সূর্যকুমারের দল।
ভারতের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেন তিনি। ভারতীয় দল এখন ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত। আগস্টের পর থেকেই ভারতের সাদা বলের মৌসুম শুরু হচ্ছে। এই সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে তাদের। এই সিরিজ দিয়েই আবার মাঠে ফিরতে পারেন সূর্যকুমার।
এইচজেএস