টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তীতে সাংবাদিকদের বিশেষ স্মরণ বিসিবি সভাপতির

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম অংশ ক্রীড়া সাংবাদিকরা। সেই সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিুল ইসলাম বুলবুল।
আজ বিসিবি প্রাঙ্গনে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত অভিষেক টেস্ট স্কোয়াডের সকল সদস্য স্মৃতিচারণ করেছেন। অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ায় তিনি সবার শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার কাছ থেকে ব্লেজার পড়েছেন। অভিষেক টেস্ট নিয়ে স্মৃতিচারণ করেছেন।
আমিনুল ইসলাম বুলবুল টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন। সেঞ্চুরির দিন ঢাকায় ছিল শবে-বরাত। শবে-বরাতের পরের দিন পত্রিকা প্রকাশ হয় না। বাংলাদেশের ক্রিকেটের এমন কীর্তি সেটার কোনো দলিল থাকবে না এটা কি হয়! বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি সারওয়ার হোসেন ‘খেলার ভুবন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করতেন। সেই প্রকাশনী থেকে ‘প্রেসবক্স’ নামে একটা বুলেটিন প্রকাশ হয়েছিল পরের দিন। টেস্ট কাভার করা সাংবাদিকরা বুলবুলের সেঞ্চুরি ও সেই দিনের রিপোর্ট এতে লিখেছিলেন।
‘প্রেসবক্স’ কপিটি এখনো সযত্নে রেখেছেন বিসিবি সভাপতি, 'বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সাংবাদিক ও খেলোয়াড়দের মধ্যে কোনো দেয়াল নেই। আমার সেঞ্চুরির দিন শবে-বরাত ছিল। পরের দিন খবরের কাগজ বের হবে না। এজন্য সেদিন কাভার করা সাংবাদিকরা ‘প্রেসবক্স’ নামে একটি প্রকাশনা করে। সেই প্রকাশনাটি এখনো আমার কাছে রয়েছে। এটা আমার জন্য অনেক বড় উপহার।’
আজ টেস্ট স্ট্যাটাস পূর্তির ২৫ বছর দিনেও সাংবাদিকরা ক্রিকেটারদের স্মরণ করেছে। টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) বিসিবি সভাপতির হাতে একটি বিশেষ স্মারক তুলে দেন। অভিষেক টেস্ট স্কোয়াডের ১৬ ক্রিকেটার, কোচ সারওয়ার ইমরান ও ম্যানেজার আজিজ আল কায়সারের সম্বলিত ছবি দিয়ে একটি স্মারক করে বিএসজেএ।
এজেড/এইচজেএস