ভিনিসিয়ুসের নৈপুণ্যে গ্রুপসেরা হয়ে নকআউটে রিয়াল মাদ্রিদ

কেবল হার এড়ানোই যথেষ্ট ছিল রিয়াল মাদ্রিদের জন্য। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের সাদামাটা পারফরম্যান্সও যে ঠিক মানানসই নয়। অবশ্য তারা এসব শিরোপা জিতেছিল টুর্নামেন্টটির পুরোনো ফরম্যাটে। নতুন আঙ্গিকে চলমান এই প্রতিযোগিতায় আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুস জুনিয়রের গোল-অ্যাসিস্টে তারা আরবি সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে।
ফিলডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে আজ (শুক্রবার) সকালে শুরু হয় ম্যাচটি। যেখানে ‘এইচ’ গ্রুপ থেকে নকআউট রাউন্ডে উঠতে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের জন্য জয় প্রয়োজন ছিল। ড্র করলে অপেক্ষায় থাকতে হতো আল-হিলালের হারের জন্য। তবে কোনোটিই হয়নি, রিয়ালের সঙ্গে প্রায় সমান তালে লড়লেও গোল পাওয়া হয়নি সালজবুর্গের। বিপরীতে স্প্যানিশ জায়ান্টদের হয়ে একটি করে গোল করেছেন ভিনিসিয়ুস, ফেদে ভালভার্দে ও গঞ্জালো গার্সিয়া।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল জাবি আলোনসোর দল। গ্রুপের অপর ম্যাচে আল-হিলাল ২-০ গোলে হারিয়েছে পাচুকাকে। ফলে তারা নকআউট রাউন্ডে উঠল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫। এক পয়েন্ট কম নিয়ে সালজবুর্গ বিদায় নিশ্চিত করেছে। যদিও ম্যাচটিতে রিয়াল বল দখলে (৫৬ শতাংশ) এগিয়ে থাকলেও, বাকি ক্ষেত্রে সমান লড়াই করেছে অস্ট্রিয়ান ক্লাবটিও।
— DAZN Football (@DAZNFootball) June 27, 2025
অসুস্থতা থেকে অনুশীলনে ফিরলেও এই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টটিতে এখনও তার এক ম্যাচও খেলা হয়নি। তার অনুপস্থিতি টের পাওয়া গেছে আল-হিলালের সঙ্গে রিয়ালের প্রথম ম্যাচে। সেই ড্রয়ে আসর শুরুর পর অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়ায় সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। আজ আকাশ ঘন কালো হয়েছিল ম্যাচ শুরুর আগে থেকেই। খেলা শুরুর পর মৃদু বৃষ্টির ঝাপ্টা সামলে উভয়পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। যদিও রিয়ালের শুরুর ফরমেশনটা ছিল বেশ ডিফেন্সিভ।
ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৪০ মিনিটে। নিজেদের অর্ধ থেকে জ্যুড বেলিংহ্যামের লম্বা পাস ধরে প্রতিপক্ষের একজনকে ফাঁকি দেন ভিনিসিয়ুস। এরপর বক্সে ঢোকার আগমুহূর্তে বাঁ পায়ের শটে পরাস্ত করেন সালজবুর্গ গোলরক্ষককে। এর আগেই অবশ্য বড় একটি সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলিয়ান তারকা। তবে সেটি শুধরে নেন প্রথমার্ধের আগেই টুর্নামেন্টে নিজের গোলের খাতা খুলে। বিরতির আগেই লিড দ্বিগুণ করে রিয়াল। এবার অ্যাসিস্ট করলেন ভিনিসিয়ুস, তার দারুণ ব্যাক-হিলে বল পেয়ে জোরালো শটে সালজবুর্গের জালে জড়ান উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে।
— DAZN Football (@DAZNFootball) June 27, 2025
বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সালজবুর্গ। তবে ফিনিশিং দিতে পারছিল না তারা, এর মাঝে আবার রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার একাধিক সেইভও রয়েছে। ৮৪ মিনিটে উল্টো আরেক গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন গার্সিয়া। দলীয় আক্রমণে প্রতিপক্ষের বক্সে ঢুকে ২১ বছর এই স্প্যানিশ উইঙ্গার সালজবুর্গ গোলরক্ষককে ফাঁকি দিয়েছেন দারুণভাবে। বল জালে জড়ান দ্বিতীয় বারে। ম্যাচসেরা হয়েছেন ভিনিসিয়ুস। শেষ ষোলোয় রিয়ালের প্রতিপক্ষ জুভেন্তাস।
এএইচএস