খেলা সন্ধ্যায়, মিয়ানমারে বাংলাদেশের অনুশীলন সকালে

নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের দু’টি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ও আরেকটি বিকেল চারটায়। অথচ বাংলাদেশ দল মিয়ানমারে অনুশীলন করছে ঢাকার মতো সকালেই।
গতকালের মতো আজকেও বাংলাদেশ নারী ফুটবল দল সকাল সাতটা-নয়টা পর্যন্ত মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুশীলন করেছে। আগামীকাল (ম্যাচ ভেন্যুতে অফিসিয়াল ট্রেনিং সেশন) সন্ধ্যা বাদে টুর্নামেন্ট চলাকালীন সময় চার দিন অনুশীলন সেশনই সকাল সাতটা-নয়টা পর্যন্ত নির্ধারণ করেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার। সকালের আবহাওয়া, তাপমাত্রার সঙ্গে বিকেল ও সন্ধ্যার অনেক তারতম্য থাকে। এরপরও কোচ বাটলার সকালেই অনুশীলন করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। মিয়ানমার স্থানীয় সময় বিকেল চারটা-ছয়টায় অনুশীলন সূচি রেখেছে প্রতিদিন। সফরকারী বাহরাইনও একই সময় অনুশীলন করবে। বাহরাইনের অনুশীলন ভেন্যু ট্রেনিং ফিল্ড -১ আর মিয়ানমারের ৫।বাংলাদেশেরও প্র্যাকটিস ভেন্যু-৫।
সফরকারী দল বাহরাইন ম্যাচ সময়ের সাথে মানিয়ে নিতে অনুশীলন সময় ঠিক করেছে সেখানে বাংলাদেশ কোচ ঢাকার মতো সকালেই করাচ্ছেন। খেলা বিকেল ও সন্ধ্যায় সকালে অনুশীলন করানোর যৌক্তিক কারণ কিংবা ব্যাখ্যা কোচের কাছ থেকে জানা যায়নি। টিম সংশ্লিষ্ট সবারই একটাই কথা, কোচই এটি ঠিক করেছেন তিনিই উত্তর দিতে পারবেন।
বাংলাদেশ ২৫ জুন সকালে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে। এরপর থেকেই বৃষ্টির কবলে। গতকালকের মতো আজও বৃষ্টি হচ্ছে মিয়ানমারে। এর মধ্যেই অনুশীলন হয়েছে। আজ অনুশীলন শেষে বাংলাদেশ দলের সিনিয়র গোলরক্ষক রুপ্না চাকমা এক বার্তায় বলেন, ‘আমরা সবার কাছে দোয়া চাই। তিনটি ম্যাচই যেন ভালো খেলতে পারি। গোলরক্ষক হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা। কোচের নির্দেশনায় আমরা কঠোর অনুশীলন করছি।’

বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুই বার চ্যাম্পিয়ন। সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এটা ভালো করেই জানা বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ মাসুদ উজ্জ্বলের, ‘এশিয়ান পর্যায়ে যে ধাচের পারফরম্যান্স দরকার আমি সেভাবে গোলরক্ষক রুপ্না ও অন্যদের তৈরি করছি। আশা করছি আমরা ভালো কিছু করেই দেশে ফিরব।’
এজেড/এফআই