সাকিবকে ছাড়িয়ে যেতে চান তাইজুল

বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। তার নামের পাশে আছে ২৪৬টি উইকেট। এরপরই আছেন তাইজুল ইসলাম। তার শিকার ২৩৭ উইকেট। সাকিবের ক্যারিয়ার শেষ হয়ে গেলেও তাইজুল এখনো খেলছেন। তাই সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সম্ভাবনা তাইজুলের সামনে।
কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে তাইজুল বলেছেন, ‘সাকিব ভাইকে ছাড়াতে পারি বা পারি না, সাকিব ভাই অবশ্যই অনেক বড় ক্রিকেটার। যখন লিজেন্ডদেরকে ছাড়িয়ে যাবেন, তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এটা পারফরম্যান্সের খেলা, সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক।’
নিজের লক্ষ্যের ব্যাপারে তাইজুল বলেন, ‘আসলে প্রত্যেক প্লেয়ারের লক্ষ্য থাকে। আমার নির্দিষ্ট এত উইকেট হতে হবে এমন কিছু নেই। আমার লক্ষ্য হচ্ছে আমি যতদিন বাংলাদেশ দলে আছি আমি যেন বাংলাদেশ দলকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারি, ভালো কিছু ফল এনে দিতে পারি (এটা আমার চাওয়া)।’
নিজের লম্বা স্পেল প্রসঙ্গে তাইজুল বলেছেন, ‘আমি লম্বা স্পেলে বল করা পছন্দ করি। আগে থেকেই এভাবে করায় আমি অভ্যস্ত। ফলে আমার মাঝে এমন আসে না যে আমি লম্বা স্পেল করতে পারব না। আমি সবসময় প্রস্তুত থাকি। অনুশীলনেও আমি এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার যেটা নরমাল, যেভাবে ক্যারিয়ার শুরু করেছি, কিছু ভ্যারিয়েশন থাকবে হয়তবা একটা স্পিনারের। কোন উইকেটে কোন সিম পজিশনে গেলে কেমন আচরণ হতে পারে, কেবল সেটাই চালিয়ে গিয়েছি।’
এসএইচ/এইচজেএস