৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

দীর্ঘদিন ধরে রোগশোকে ভোগার পর আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তর্জাতিক এই আম্পায়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আফগানিস্তান ক্রিকেট বেশ পরিচিত মুখ আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪১ বছর বয়সী এই আম্পায়ার।
هغه څېره چې تل به مسکۍ وه، مړاوې شوه په ډېرې خواشینۍ سره خبر درکوو چې د افغانستان او نړیوال کرکټ مجربه لوبڅار حاجي بسم...
Posted by Afghanistan Cricket Board on Monday, July 7, 2025
এ ছাড়া তিনি ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ ও ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।
এসিবির এক শোকবার্তায় বলা হয়েছে, “বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
“বিসমিল্লাহ জান শিনওয়ারি আমাদের হৃদয়ে ও চিন্তায় চিরকাল বেঁচে থাকবেন।”
এফআই