যে কারণে ফর্মে থাকা পাকিস্তানি পেসার বাংলাদেশ সিরিজে খেলছেন না

শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে পাকিস্তানে টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যদিও তিন ম্যাচের ওই সিরিজে তারা সালমান আগার দলের কাছে পাত্তা পায়নি। হেরেছে ৩-০ ব্যবধানে। এবার বাংলাদেশের মাটিতে সমান ম্যাচের সিরিজ খেলতে আসছে পাকিস্তান। তবে গত সিরিজে দলটির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পেসার হাসান আলিকে স্কোয়াডে ডাকা হয়নি।
ডানহাতি এই পেসারকে না রাখার বিষয়টি পাকিস্তানের স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় আসে। যা নিয়ে সূত্রের বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হাসানের দলে না থাকা সাময়িক। বর্তমানে তিনি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত। আগে থেকে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন হাসান। চলমান ভাইটালিটি ব্লাস্টে তিনি ওয়ারউইর্কশায়ারের হয়ে খেলছেন। সেখানেও দারুণ ফর্মে আছেন এই পাক তারকা।
এখন পর্যন্ত ইংলিশ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৮ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট শিকার করেছেন হাসান আলি। একইসঙ্গে তার ইকোনমিও খারাপ নয়, ৮.৬৮। এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন হাসান। ৩ ম্যাচে কিছুটা খরুচে (৯.৫৩) হলেও তুলে নিয়েছিলেন ৮ উইকেট। এর মধ্যে এক ম্যাচে আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফাইফার পূর্ণ করেন হাসান।
আরও পড়ুন
পাক সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, হাসান আলিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগস্টে হতে যাওয়া সাদা বলের সিরিজের বিবেচনায় রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা। বাংলাদেশ সিরিজ শেষ করেই পাকিস্তান ক্যারিবীয় ভূমিতে সফর করবে। এদিকে, গতকাল বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। যেখানে সালমান আলি আগার নেতৃত্বাধীন স্কোয়াডে যথারীতি জায়গা হয়নি অভিজ্ঞ তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তাদের ছাড়াই পথচলার ইঙ্গিত দিয়ে আসছে পিসিবি।
এ ছাড়া নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়রের মতো টি-টোয়েন্টির নিয়মিত মুখও ফিট না থাকায় বাংলাদেশ সফরে আসবেন না। ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া সালমান মির্জা ও আহমেদ দানিয়ালকে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন।
আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
এএইচএস