অলিম্পিয়ান আরচ্যারকে হারালেন প্রদীপ্ত

কোরিয়ার গুয়াংজুতে ‘২০২১ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১’ বাংলাদেশ আরচ্যারি দল (বিকেএসপি) অংশগ্রহণ করে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রদীপ্ত চাকমা ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে আসন্ন টোকিও অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা মালয়েশিয়ার আরচ্যার মো: খায়রুল আনোয়ারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেন।
মো: খায়রুল আনোয়ার ২০১৯ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত আরচ্যারি ওয়ার্ল্ড কাপে সেমি-ফাইনালে মো: রোমান সানাকে হারিয়ে ফাইনালে উন্নীত হন এবং ফাইনালে মো: খায়রুল আনোয়ার সিলভার মেডেল অর্জন করেছিলেন। কোয়ার্টার ফাইনালে প্রদীপ্ত চাকমা ২-৬ সেট পয়েন্টের ব্যবধানে জাপানের ‘ফুরুকাওয়া টাকাহারু’র নিকট পরাজিত হন।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে সেমি-ফাইনালে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) ০-৬ সেট পয়েন্টের ব্যবধানে জাপানে নিকট পরাজিত হয়। আগামীকাল কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজিব ও পুস্পিতা জামান) এবং কোরিয়া ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজিব, হিমু বাছাড় ও মো: আসিফ মাহমুদ) এবং কোরিয়ার বিরুদ্ধে খেলবে।
এজেড/এমএইচ