কিংবদন্তিদের এলিট লিস্টে রুট, স্মিথ-বুমরাহ’র ইতিহাস

৯৯ রানে অপরাজিত থেকে লর্ডস টেস্টের প্রথম দিন ক্রিজ ছেড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। আজ (শুক্রবার) টিকলেন কেবল ৮ বল। এর ভেতর টেস্ট ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরি পূর্ণ করেন লাল বলের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। ম্যাজিক ফিগার পূর্ণ করে কেবল ইংল্যান্ডেই টেস্টে ৭০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করাসহ কয়েকটি রেকর্ড গড়লেন রুট। এ ছাড়া ইতিহাস গড়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জোমি স্মিথ।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে ১-১ সমতা নিয়ে লর্ডস টেস্টে গতকাল প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৪ উইকেটে ২৫১ রান তুলে স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনের শুরুতেই তারা অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারায়। রুট ১০৪ রান করে আউট হওয়ার পর স্বাগতিকদের একমাত্র ভরসা হয়ে ছিলেন স্মিথ। তবে তার পাশাপাশি পেসার ব্রাইডন কার্সও ব্যক্তিগত ফিফটিতে ইংল্যান্ডের পুঁজিটা ৩৮৭–তে নিয়ে গেছেন।
ইংল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে রুট সর্বোচ্চ ১০৪, কার্স ৫৬, স্মিথ ৫১ ও সমান ৪৪ রান করে আসে ওলি পোপ এবং বেন স্টোকসের ব্যাটে। ভারতের পক্ষে বুমরাহ একাই ৫ উইকেট শিকার করেছেন। এর ভেতর বোল্ড হয়েছেন চার ইংলিশ ব্যাটারই। এ ছাড়া মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি ২টি করে উইকেট নিয়েছেন।
রুটের যত রেকর্ড
- ৩৪ বছর বয়সী এই তারকা টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি (৩৭) আছে কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকারের (৫১)।
- লর্ডসে টানা তৃতীয় ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটারও রুট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে এই ভেন্যুতেই তিনি পরপর দুই ইনিংসে ১৪৩ ও ১০৩ রান করেছিলেন। এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ও জ্যাক হবসেরও টানা তিন ইনিংসে সেঞ্চুরির রেকর্ড আছে লর্ডসে।
- ঘরের মাঠে রুট ৭০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন। এক দেশের মাটিতে টেস্টে সাত হাজার করা পঞ্চম ব্যাটার তিনি। তার আগে একই কীর্তি গড়েছেন রিকি পন্টিং (৭৫৭৮), শচীন টেন্ডুলকার (৭২১৮), মাহেলা জয়াবর্ধনে (৭১৬৭) ও জ্যাক ক্যালিস (৭০৩৫)।
- ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ ১১তম টেস্ট সেঞ্চুরি করলেন রুট। এজন্য তার লেগেছে ৬০ ইনিংস। এর আগে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ১১টি সেঞ্চুরি করেন ৪৬ ইনিংসে।
আরও পড়ুন

জাসপ্রিত বুমরাহ ও জেমি স্মিথের ইতিহাস
- বুমরাহ : ৭৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। যা ভারতীয় কোনো বোলার হিসেবে বিদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ ১৩তম ফাইফারের রেকর্ড। এর আগে অ্যাওয়ে টেস্টে ১২টি ফাইফার পান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
- সবমিলিয়ে টেস্টে ১৫তম ফাইফার পেলেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে তিনি এদিক থেকে যৌথভাবে ষষ্ঠ। সমান ১৫ বার ৫ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। সর্বোচ্চ ৩৭ বার এই কীর্তি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের।

- স্মিথ : ৫১ রানের ইনিংস খেলে টেস্টে এক হাজার রানের মাইফলক পূর্ণ করেছেন জেমি স্মিথ। যা ইনিংসের হিসাবে টেস্টে কোনো উইকেটরক্ষক ব্যাটারের যৌথভাবে দ্রুততম। স্মিথের সমান ২১ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
- বলের হিসাবে (১৩০৩) অবশ্য টেস্টে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে দ্রুততম এক হাজার করেছেন স্মিথ। এ ছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ সরফরাজ এক হাজার রান করেন ১৩১১ বলে।
এএইচএস