টিকিট নিয়ে একজন দায়িত্ব এড়ালেন, আরেকজন করলেন বিভ্রান্ত

গত বুধবার বাফুফে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল নিয়ে সংবাদ সম্মেলন করেছিল। সেই সম্মেলনে টিকিট নিয়ে প্রশ্ন করা হলে বলা হয়েছিল প্রেস রিলিজে দেওয়া হবে। টুর্নামেন্টের একদিন আগে টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য দেয় বাফুফে। কিংস অ্যারেনায় আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া সাফ অ-২০ নারী টুর্নামেন্টে স্টেডিয়াম ছিল অনেকটাই দর্শকশূন্য। প্রচারণা কম ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে আজ গণমাধ্যম কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাফুফেকে।
বাংলাদেশের নারী ফুটবল মানে কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণই অলিখিত সর্বেসর্বা। সেই কিরণ দর্শকশূন্যতা ও টিকিটের বিষয়টি ঠেলে দিলেন মার্কেটিং কমিটির কাছে, ‘এটার কাজ আমি করি না তো, মার্কেটিং কি করেছে আমি জানি না।’ দায়িত্বপূর্ণ পদে থেকে এমন মন্তব্য ফেডারেশনের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। নারী কমিটির চেয়ারম্যান ওই মন্তব্য করে খানিকটা পার পেলেও বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম আরও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। নারী উইংয়ের চেয়ারম্যানের পর টিকিট ও দর্শক সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল মার্কেটিং কমিটির চেয়ারম্যানের কাছে। তার জবাব ছিল, ‘আমরা শুধু হোস্ট রোল প্লে করি, এটা সাফ করে সাধারণত। এই ব্যাপারে আপনারা সাফ থেকে জানতে পারবেন।’
বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যানের মন্তব্যটি সঠিক নয়। টিকিট স্বত্ত্বেও স্বাগতিক দেশের। স্বাগতিক দেশই নির্ধারণ করে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি। সাফের বর্তমান সাধারণ সম্পাদক পুরুষত্তোতম ক্যাটেলের সঙ্গে এই প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন, ‘সাফের সকল টুর্নামেন্টের টিকিট রাইটস স্বাগতিক দেশের। এটা সম্পূর্ণ স্বাগতিক দেশের ওপর তারা কীভাবে টিকিট বিক্রি করবে। আমাদের এই সংক্রান্ত একটি নীতিমালাও রয়েছে।’

সাফ অ-২০ নারী টুর্নামেন্টের বাইলজে টিকিট সংক্রান্ত একটি অনুচ্ছেদই রয়েছে। ৫১.১ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে অর্গানাইজিং এসোসিয়েশনের (স্বাগতিক দেশ) ওপর সম্পূর্ণ নির্ভর করবে স্টেডিয়ামে প্রবেশাধিকারে টিকিট থাকবে নাকি উন্মুক্ত। ৫২.১ অনুচ্ছেদে টিকিটিংয়ের টার্মস এন্ড কন্ডিশনে রয়েছে স্বাগতিক দেশই টিকিটের ডিজাইন ছাপানো ও বন্টন-বিক্রির দায়িত্ব। বাইলজে স্পষ্ট উল্লেখ থাকার পরও নারী উইংয়ের প্রধান দায় চাপালেন মার্কেটিং কমিটির ওপর। মার্কেটিং কমিটি ভ্রান্ত তথ্য দিয়ে সাফের কোর্টে বল ঠেললেন।
আরও পড়ুন
বাফুফের মার্কেটিং কমিটি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে খুবই সক্রিয় ছিল। সাফ অ-২০ নারী টুর্নামেন্ট একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট নিয়ে মার্কেটিং কমিটির তেমন কোনো প্রচারণা বা বিশেষ কোনো কার্যক্রম চোখে পড়েনি। হামজা-সামিতদের ম্যাচে দর্শক, পৃষ্ঠপোষক ও গণমাধ্যমের আগ্রহ এমনিতেই থাকবে। কিংস অ্যারেনায় নারী দলের টুর্নামেন্ট আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে পারলেই মার্কেটিং কমিটির প্রকৃত সফলতা হিসেবে গণ্য হত। মার্কেটিং কমিটির চেয়ারম্যান তো বাফুফের ওপর দায়িত্ব না নিয়ে উল্টো সাফের কাঁধেই দিয়েছেন! অথচ মার্কেটিং কমিটির চেয়ারম্যানই আধুনিকতা-পেশাদারিত্বের বুলি আওড়ান বাফুফে কর্তাদের মধ্যে সবচেয়ে বেশি।
এজেড/এএইচএস