জাকেরের না থাকা এবং ৪ ওপেনার নিয়ে মাঠে নামার ব্যাখ্যা দিলেন কোচ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর আলোচনায় টাইগারদের একাদশ নির্বাচন। কারণ গত ম্যাচে একাদশে ৪জন ওপেনার ছিল। নাঈম শেখের মতো নিয়মিত ওপেনার খেলেছেন মিডল অর্ডারে।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের হয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। সেখানে গত ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে সিমন্স বলেন, 'চার ওপেনার? সবাইকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছি। জাকের আলি চোটে ছিল। সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন? বোলারদের মধ্যে কাউকে? সবাইকে বাস্তববাদী হতে হবে। একজন ব্যাটার খেলাতে হতো আমাদের, তাই ব্যাটার খেলিয়েছি।'
আধুনিক ক্রিকেটের যুক্তি দিয়ে সিমন্স বলেন, 'এই ফরম্যাটে অনেককেই দেখবেন ওপেন করে, পাঁচ-ছয় নম্বরেও ব্যাট করে। মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার। আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের আলি অনিক চোটে ছিল, তাই এটাই করতে হয়েছে।'
সিরিজের বাকি ম্যাচে জাকেরের খেলার সম্ভাবনা নিয়ে সিমন্স বলেন, 'আজকে তাকে আবারও আমরা দেখব। তারপর সিদ্ধান্ত নিব তার পজিশন কালকে কী হতে পারে, সে ব্যাপারে। আজকে মাঠ দেখব, উইকেট দেখব। সব দেখে রাতের মধ্যেই সিদ্ধান্ত নিব একই দল খেলবে নাকি ভিন্ন কিছু করব।'
এসএইচ/এইচজেএস