জাতীয় ব্যাডমিন্টনে বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটবল দিয়ে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় বেড়ে উঠা বুলবুল ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টন, টিটিও খেলেছেন। আজ জাতীয় ব্যাডমিন্টনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ রাজধানী ঢাকার রাস্তাঘাটে ছিল অনকে যানজট। শাহবাগে জ্যামে গাড়ি ছেড়ে বাইকে উঠে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে আসেন। ‘ছোট বেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র্যাকেট হাতে নিয়েছিলাম; ভালোই লাগল’, শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন মুহুর্তে এসব বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ছিলেন বিশেষ অতিথি। ব্যাডমিন্টন তার খুব প্রিয় একটি খেলা। ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি, এখনও সময় পেলে খেলি। এত শাটলার দেখে ভালই লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের আরো দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট। এ ছাড়াও ছিলেন দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন।
এক বছর পর শুরু হওয়া ছয় দিনব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন।
মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোন শাটলার খেলতে পারবেন না। এবারের জাতীয় প্রতিযোগিতার প্রাইজমানি ১০ লাখ টাকা। তাই এই আসর নিয়ে একটু বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে।
এজেড/এইচজেএস