জন্মদিনে বামন ডাকায় তদন্তের মুখে ইয়ামাল, মুখ খুললেন একজন

বয়স ১৮ হওয়ার অপেক্ষায় ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। কারণ প্রাপ্তবয়স্কের তকমাটা পাওয়ার আগেই তার বিরুদ্ধে প্রায় দ্বিগুণ বয়সী নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ওঠে। যদিও সেসবের অস্বীকৃতি এসেছে উভয়পক্ষ থেকেই। এরই মাঝে নিজের ১৮তম জন্মদিন জমকালো আয়োজনে পালন করেছেন ইয়ামাল। কিন্তু সেখানে বিনোদনের উদ্দেশে বামন ডাকার ঘটনায় তিনি তদন্তের মুখে পড়েছেন।
লামিনে ইয়ামালের জন্মদিনে বিশেষ আয়োজন রাখার কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু অনুষ্ঠানে কী কী আয়োজন থাকছে, সেখানে কারা উপস্থিত থাকবেন এসব বিষয় ছিল বেশ গোপনীয়। এমনকি কোনো ছবি ও ভিডিও যেন বাইরে প্রকাশিত না হয়, সেলক্ষ্যে মোবাইল-ফোন নিয়ে প্রবেশেও নিয়ম বেধে দেওয়া হয়। তবে লামিনের জন্মদিন অনুষ্ঠানস্থল থেকে বামন ব্যক্তিদের বের হওয়ার ভিডিও সামনে আসায় শুরু হয় বিতর্ক।
স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছে। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই বিষয়টি নিশ্চিত করেছে। স্পেনের ন্যায়পাল এবং ঘৃণা অপরাধ প্রতিরোধ দপ্তর বিষয়টি নিয়ে পাবলিক প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে তদন্তের দাবি করেছে মন্ত্রণালয়। যেখানে জন্মদিনের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অপমান বা উপহাস করে আইনের লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় বামনদের নিয়ে কাজ করা স্পেনের অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ আকন্দ্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ারফিজম (এডিইই) নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, বিনোদনের উদ্দেশ্যে বামনত্বে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহারের নিন্দা জানাচ্ছি। এর মাধ্যমে বর্তমান আইন ও মৌলিক নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা রক্ষায় আইনি ও সামাজিক ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হচ্ছে।
অন্যদিকে, বিনোদনকর্মী হিসেবে কাজ করা এক বামন পারফর্মার জানান, ‘কেউ আমাদের প্রতি অসম্মান দেখায়নি। আমাদের শান্তিতে কাজ করতে দেওয়া উচিৎ। আমি বুঝছি না এটা কেন এত বড় ব্যাপার হয়ে গেল। আমরা সাধারণ মানুষ, যারা সম্পূর্ণ বৈধ উপায়ে আমাদের প্রিয় কাজটিতে নিজেদের উৎসর্গ করি। আমরা নাচি, জাদু দেখাই, সব ধরনের শো থাকে। পার্টিতে আমাদের অন্য কারও মতোই সম্মান করা হয়েছিল, সবাই ভালো সময় কাটিয়েছে। এসব উল্টাপাল্টা কথাবার্তা শুধু লামিনে ইয়ামালের পার্টি হওয়ার কারণে হয়েছে।’
আরও পড়ুন
এমনকি তাদের অধিকার রক্ষায় নিয়োজিত সংস্থা এডিইই–কে নিয়ে তার অভিযোগ, ‘আমরা বিনোদনকর্মী। কয়েক বছর ধরে এসব লোক (এডিইই) আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আমরা যা করি তাতে তারা আমাদের বাধা দিতে চায়। কিন্তু তাদের কাজে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য কোনো কাজ বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়নি।’
এদিকে, সুপারিওর কাউন্সিল অব স্পোর্টসের (সিএসডি) সভাপতি হোসে ম্যানুয়েল রদ্রিগেজ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান। সুতরাং কারোরই উচিৎ হবে না বিষয়টি নিয়ে অতিরিক্ত নাটকীয়তা তৈরি করা। এ নিয়ে সরকার সচেতন আছে। কোনো গোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না তা নিয়ে তদন্তের অংশ হিসেবে সিএসডির কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় কমিশনের বৈঠক হয়েছে।
এএইচএস