আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে একাধিক বাংলাদেশি বোলার উন্নতি করেছেন।
বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন রিশাদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে তার শিকার ছিল ১ উইকেট। দুই ম্যাচে ৪ উইকেট নেন এই লেগি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন রিশাদ। তাতে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলিংয়ে তার এই অবস্থানও ক্যারিয়ার সেরা।
দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ। ৪৮২ রেটিং নিয়ে এখন ৫৭ নম্বরে বাঁহাতি পেসার।
ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে লিটন দাসের। ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ৭ ধাপ এগোলেন তিনি। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে বাংলাদেশ অধিনায়ক।
লিটন ছাড়াও উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমনের। সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠে এসেছেন তিনি। এক ধাপ এগিয়ে ৪১ নম্বরে এসেছেন তাওহিদ হৃদয়।
এইচজেএস