ফেডারেশনের কমিটি নিয়ে যা বললেন বিশ্ব আরচ্যারির সেক্রেটারি

ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিলান। দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। আজ রাজধানীর এক হোটেলে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি হিসেবে।
আরচ্যারি নিয়ে বিশেষ গ্রন্থ প্রকাশ হওয়ায় বেশ খুশি ওয়ার্ল্ড আরচ্যারির সাধারণ সম্পাদক, 'এটা অত্যন্ত ভালো দিক আরচ্যারির সংস্কৃতির জন্য। বইটি বাংলায় ফলে আমি শুধু ছবি দেখে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি। সামনে ইংরেজি সংস্করণ হলে তখন আরো বেশি বুঝতে পারব।'
কয়েক মাস আগে অন্য সব ফেডারেশনের মতো আরচ্যারি ফেডারেশনেও অ্যাডহক কমিটি গঠন হয়েছে। নির্বাচিত কমিটির বদলে অ্যাডহক কমিটি হওয়ায় ওয়ার্ল্ড আরচ্যারি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনকে কড়া চিঠি দিয়েছিল। নানা চিঠি চালাচালিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত কমিটিই মূলত চাওয়া বিশ্ব আরচ্যারির। আজ চপলের ‘তির-ধনুকের বাজিমাত’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টম ডিলান বলেন, 'এই সংক্রান্ত বিষয়ে সভাপতি-সেক্রেটারির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি এখনো কোনো মন্তব্য করতে চাই না। সামনে এই ব্যাপারটি দেখা যাবে।'
নভেম্বরে ঢাকায় এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরচ্যারি ফেডারেশনের কমিটি নিয়ে বিশ্ব আরচ্যারির সঙ্গে খানিকটা জটিলতা থাকায় চ্যাম্পিয়নশিপের উপরও খানিকটা শঙ্কা ভর করেছিল। তবে বিশ্ব আরচ্যারির ফেডারেশনের সাধারণ সম্পাদক অনেকটা স্পষ্ট করেই বললেন, 'এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ নিয়ে এখন কোনো কথা হয়নি। এটা বাংলাদেশেই হবে। আশা করি ভালো আয়োজনই হবে। বাংলাদেশ পদক পাবে সেই প্রত্যাশাও করি।'
বাংলাদেশ আরচ্যারির প্রশংসা করে বিশ্ব আরচ্যারির এই কর্মকর্তা বলেন, 'বাংলাদেশ আরচ্যারিতে অগ্রসর হচ্ছে। টানা দুই অলিম্পিকে সরাসরি খেলছে এবং প্যারিসে প্যারা অলিম্পিকেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ নিয়মিত আরচ্যারি অনুশীলন করছে। গতকাল দেখছি নিবিড় অনুশীলন হচ্ছে।'
এজেড/এইচজেএস